নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★★প্রশ্ন:১
মানুষের দেহকোশে অটোজোম ও লিঙ্গ ক্রোমােজোমের সংখ্যা কত ?
উত্তর: অটোজোম 44 এবং লিঙ্গ ক্রোমােজোম 2 টি।
★★★প্রশ্ন:২
DNA অণুতে অ্যাডিনিনের পরিমাণ 30% হলে গুয়ানিনের পরিমাণ কত ?
উত্তর: DNA অণুতে অ্যাডিনিনের পরিমাণ 30% হলে গুয়ানিনের পরিমাণ হবে 20%।
★★★প্রশ্ন:৩
‘বংশগতিবিদ্যার জনক’ কে ?
উত্তর: বংশগতিবিদ্যার জনন গ্রেগর জোহান মেন্ডেল (Gregor Johann Mendel)।
★★★প্রশ্ন:৪
কোন্ অ্যামাইনাে অ্যাসিডটি ACU, ACC, ACA ও ACG কোড দ্বারা নির্দেশিত হয় ?
উত্তর: থ্রিওনিন নামক অ্যামাইনাে অ্যাসিডটি চারটি জেনেটিক কোড, যথা— ACU, ACC, ACA ও ACG দ্বারা নির্দেশিত হয়।
★★★প্রশ্ন:৫
দ্বিসংকর জননে টেস্ট ক্রসে F1 জনুতে অনুপাত কত হবে ?
উত্তর: 1:1:1:1
★★★প্রশ্ন:৬
স্প্লিট জিন কী ?
উত্তর: ইনট্রন ও এক্সন অংশযুক্ত জিনকে স্প্লিট জিন (Split gene) বলে।
★★★প্রশ্ন:৭
মেন্ডেল কর্তৃক ব্যবহৃত মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর: Pisum sativum.
★★★প্রশ্ন:৮
কোন্ RNA স্বল্পস্থায়ী ?
উত্তর: mRNA স্বল্পস্থায়ী (Short lived)।
★★★প্রশ্ন:৯
প্রােটিন সংশ্লেষকালে পেপটাইড তৈরির জন্য কোন্ উৎসেচকটি কাজে লাগে ?
উত্তর: প্রােটিন সংশ্লেষকালে পেপটাইড তৈরির জন্য পেপটাইডিল ট্রান্সফারেজ উৎসেচকটি কাজে লাগে।
★★★প্রশ্ন:১০
জীববিদ্যার কোন্ শাখায় জীবের বংশগতি সংক্রান্ত সূত্র ও তথ্যগুলি আলােচিত হয় ?
উত্তর: জীববিদ্যার ‘বংশগতিবিদ্যা’ (Genetics) নামক শাখায় জীবের বংশগতি সংক্রান্ত সূত্র ও তথ্যগুলি আলােচিত হয়।
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Comments
Post a Comment