বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★★প্রশ্ন:১
মানুষের দেহকোশে অটোজোম ও লিঙ্গ ক্রোমােজোমের সংখ্যা কত ?
উত্তর: অটোজোম 44 এবং লিঙ্গ ক্রোমােজোম 2 টি।
★★★প্রশ্ন:২
DNA অণুতে অ্যাডিনিনের পরিমাণ 30% হলে গুয়ানিনের পরিমাণ কত ?
উত্তর: DNA অণুতে অ্যাডিনিনের পরিমাণ 30% হলে গুয়ানিনের পরিমাণ হবে 20%।
★★★প্রশ্ন:৩
‘বংশগতিবিদ্যার জনক’ কে ?
উত্তর: বংশগতিবিদ্যার জনন গ্রেগর জোহান মেন্ডেল (Gregor Johann Mendel)।
★★★প্রশ্ন:৪
কোন্ অ্যামাইনাে অ্যাসিডটি ACU, ACC, ACA ও ACG কোড দ্বারা নির্দেশিত হয় ?
উত্তর: থ্রিওনিন নামক অ্যামাইনাে অ্যাসিডটি চারটি জেনেটিক কোড, যথা— ACU, ACC, ACA ও ACG দ্বারা নির্দেশিত হয়।
★★★প্রশ্ন:৫
দ্বিসংকর জননে টেস্ট ক্রসে F1 জনুতে অনুপাত কত হবে ?
উত্তর: 1:1:1:1
★★★প্রশ্ন:৬
স্প্লিট জিন কী ?
উত্তর: ইনট্রন ও এক্সন অংশযুক্ত জিনকে স্প্লিট জিন (Split gene) বলে।
★★★প্রশ্ন:৭
মেন্ডেল কর্তৃক ব্যবহৃত মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তর: Pisum sativum.
★★★প্রশ্ন:৮
কোন্ RNA স্বল্পস্থায়ী ?
উত্তর: mRNA স্বল্পস্থায়ী (Short lived)।
★★★প্রশ্ন:৯
প্রােটিন সংশ্লেষকালে পেপটাইড তৈরির জন্য কোন্ উৎসেচকটি কাজে লাগে ?
উত্তর: প্রােটিন সংশ্লেষকালে পেপটাইড তৈরির জন্য পেপটাইডিল ট্রান্সফারেজ উৎসেচকটি কাজে লাগে।
★★★প্রশ্ন:১০
জীববিদ্যার কোন্ শাখায় জীবের বংশগতি সংক্রান্ত সূত্র ও তথ্যগুলি আলােচিত হয় ?
উত্তর: জীববিদ্যার ‘বংশগতিবিদ্যা’ (Genetics) নামক শাখায় জীবের বংশগতি সংক্রান্ত সূত্র ও তথ্যগুলি আলােচিত হয়।
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

Comments
Post a Comment