WBCS Special MCQsজীবের জনন
প্রশ্ন:১
ফুলের ডিম্বাশয় কী প্রকৃতির ?
(a) ট্রিপ্লয়েড
(b) হ্যাপ্লয়েড
(c) ডিপ্লয়েড
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি অযৌন জননের পদ্ধতি নয় ?
(a) দাবাকলম
(b) বাডিং
(c) বিভাজন
(d) রপন করা
উত্তর: D
প্রশ্ন:৩
উদ্ভিদের ক্ষেত্রে কোথায় মিয়ােসিস কোশবিভাজন ঘটে ?
(a) পরাগরেণু
(b) পুংকেশর
(c) কাণ্ডের অগ্রভাগ
(d) মূলের অগ্রভাগ
উত্তর: B
প্রশ্ন:৪
কোন্ প্রাণী গেমিউল গঠনের মাধ্যমে জনন সম্পন্ন করে ?
(a) Aurelia.
(b) Ephyra.
(c) Spongilla.
(d) Sycon.
উত্তর: C
প্রশ্ন:৫
অঙ্গজ জনন সম্পন্নকারী জীব হল—
(a) আদা
(b) ডালিয়া
(c) আলু
(d) সবকটি
উত্তর: D
প্রশ্ন:৬
মানবদেহের গ্যামেটগুলি হল—
(a) আইসােগ্যামেট
(b) হােমােগ্যামেট
(c) হেটারােগ্যামেট
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৭
দ্বি-নিষেক লক্ষ করা যায়—
(a) ব্যক্তবীজী উদ্ভিদে
(b) গুপ্তবীজী উদ্ভিদে
(c) ব্রায়ােফাইটায়
(d) টেরিডােফাইটায়
উত্তর: B
প্রশ্ন:৮
ড্রসােফিলার মিয়ােসাইটে ক্রোমােজোম সংখ্যা হল—
(a) 6
(b) 8
(c) 4
(d) 2
উত্তর: B
প্রশ্ন:৯
ক্ল্যামাইডােমােনাসের জুস্পাের হল—
(a) যৌনজনন সমাধানকারী অংশ
(b) অযৌনজনন সমাধানকারী অংশ
(c) গেমিউল
(d) মুকুল
উত্তর: B
প্রশ্ন:১০
কচ্ছপের জীবনকাল হল—
(a) 75-100 বছর
(b) 100-200 বছর
(c) 50-75 বছর
(d) 25-50 বছর
উত্তর: B
Comments
Post a Comment