সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✪✪✪প্রশ্ন:১
প্রজাতির উপবিভাগগুলি লেখাে।
উত্তর: উপপ্রজাতি, ডিম, ক্লাইন।
✪✪✪প্রশ্ন:২
কোন্টি বৃহত্তম এপ ?
উত্তর: গােরিলা।
✪✪✪প্রশ্ন:৩
এপ কাকে বলে ?
উত্তর: লেজবিহীন প্রাইমেটদের এপ (Ape) বলে।
✪✪✪প্রশ্ন:৪
রক্তের বিভিন্ন শ্রেণিবিভাগের বিবর্তনের কারণ কী ?
উত্তর: জেনেটিক ড্রিফট।
✪✪✪প্রশ্ন:৫
সরীসৃপ ও স্তন্যপায়ীর অন্তর্বর্তী মিসিং লিংক কোনটি ?
উত্তর: সরীসৃপ ও স্তন্যপায়ীর অন্তবর্তী মিসিং লিংক হল লাইসিনপস (Lycaenops)।
✪✪✪প্রশ্ন:৬
জিওলজিতে “মানুষের যুগ” কোনটি ?
উত্তর: সিনােজোয়িক।
✪✪✪প্রশ্ন:৭
কোনাে স্থানীয় আন্তঃপ্রজননশীল জনগােষ্ঠীকে কী বলে ?
উত্তর: ডিম।
✪✪✪প্রশ্ন:৮
জাভা মানবের করােটির আয়তন কত ?
উত্তর: 775-900 cc.
✪✪✪প্রশ্ন:৯
Biston betularia নামক মথে কী ধরনের নির্বাচন দেখা যায় ?
উত্তর: ডাইরেকশনাল (Directional)।
✪✪✪প্রশ্ন:১০
উভচর ও সরীসৃপের অন্তবর্তী মিসিং লিংকের নাম লেখাে।
উত্তর: সিমুরিয়া (Seymouria)।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ২৩[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ২৫[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment