সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✬✬✬প্রশ্ন:১
আদিমতম এপের নাম লেখাে।
উত্তর: গিবন।
✬✬✬প্রশ্ন:২
বৃহৎ এপ ও মানুষের সাধারণ পূর্বপুরুষের নাম লেখাে।
উত্তর: ড্রায়ােপিথেকাস।
✬✬✬প্রশ্ন:৩
কোন্ ননডাইরেকশনাল বল হার্ডি—উইনবার্গ ইকুইলিব্রিয়ামকে পরিবর্তন করে ?
উত্তর: জেনেটিক ড্রিফট।
✬✬✬প্রশ্ন:৪
আধুনিক মানুষের অবলুপ্ত প্রতিনিধি কে ছিল ?
উত্তর: ক্রোম্যাগনন মানব।
✬✬✬প্রশ্ন:৫
প্রায় 5 million বছর আগে অস্টালোপিথেকাস কোথায় বসবাস করত ?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।
✬✬✬প্রশ্ন:৬
প্রাইমেটদের পূর্বপুরুষের নাম লেখাে।
উত্তর: Tree shrews.
✬✬✬প্রশ্ন:৭
হােমিনিডি গােত্রভুক্ত একটি জীবন্ত প্রাণী নাম লেখাে।
উত্তর: মানুষ।
✬✬✬প্রশ্ন:৮
প্রাগৈতিহাসিক মানুষের আদিতম জীবাশ্মটি কী ?
উত্তর: রামাপিথেকাস ও সিভাপিথেকাস।
✬✬✬প্রশ্ন:৯
আদি পৃথিবীর বানর, এপ এবং মানুষের সাধারণ পূর্বপুরুষ কে ছিল ?
উত্তর: প্যারাপিথেকাস।
✬✬✬প্রশ্ন:১০
মানুষের ক্রোনিয়ামের আয়তন কত ?
উত্তর: 1200-1600 cc.
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৩২[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৩৪[NEXT]
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
Comments
Post a Comment