সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★★প্রশ্ন:১
প্রাকৃতিক পার্থেনােজেনেসিস কার ক্ষেত্রে দেখা যায় ?
উত্তর: অ্যাফিড।
★★★প্রশ্ন:২
নিষেক কী ?
উত্তর: পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলে৷
★★★প্রশ্ন:৩
ব্রায়ােফাইলামের অযৌন জননকারী অংশটি কী ?
উত্তর: অস্থানিক মুকুল৷
★★★প্রশ্ন:৪
কোন্ উদ্ভিদের অঙ্গ জননে দাবাকমল ব্যবহৃত হয় ?
উত্তর: জুঁই৷
★★★প্রশ্ন:৫
একটি সহবাসী উদ্ভিদের নাম লেখাে।
উত্তর: নারকেল গাছ৷
★★★প্রশ্ন:৬
মুক্ত নিউক্লিয় বিভাজন কোথায় দেখা যায় ?
উত্তর: সস্যে৷
★★★প্রশ্ন:৭
কুমিরের জীবদ্দশার সময়সীমা কত ?
উত্তর: 60 বছর৷
★★★প্রশ্ন:৮
সমজনন কোশ কার দেখা যায় ?
উত্তর: Cladophora.
★★★প্রশ্ন:৯
পুং মৌমাছির ক্ষেত্রে কোন্ প্রকার জনন দেখা যায় ?
উত্তর: পার্থেনােজেনেসিস৷
★★★প্রশ্ন:১০
একটি জরায়ুজ প্রাণীর নাম লেখাে৷
উত্তর: হাঙর৷
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৮[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ১০[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment