সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✪✪প্রশ্ন ১
কোন্ হরমোন উদ্ভিদের জরারোধে সাহায্য করে ?
উত্তর: কাইনিন।
✪✪প্রশ্ন ২
নিউক্লিয়াসের DNA সংশ্লেষিত হয় কোন সময়ে ?
উত্তর: ইন্টারফেজের S উপদশায়।
✪✪প্রশ্ন ৩
কোন্ প্রকার কোশে বিভাজনে অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোশের সমান থাকে?
উত্তর: মাইটোসিস কোশ বিভাজনে।
✪✪প্রশ্ন ৪
উদ্ভিদকোশে মাইটোকাইনেসিস কীভাবে ঘটে?
উত্তর: সেলপ্লেট গঠনের মাধ্যমে।
✪✪প্রশ্ন ৫
অ্যামিবা কোন্ পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন করে?
উত্তর: অযৌন জনন পদ্ধতিতে।
✪✪প্রশ্ন ৬
খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে কোন উদ্ভিদ ?
উত্তর: স্পাইরোগাইরা।
✪✪প্রশ্ন ৭
বৈসাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিকবৈশিষ্ট্য বহনকারী জিনযুগ্মকে কী বলে ?
উত্তর: অ্যালিল ।
✪✪প্রশ্ন ৮
মানুষের একটি বংশগত রোগের নাম বলো ।
উত্তর: হিমোফিলিয়া।
✪✪প্রশ্ন ৯
DNA অণুর দ্বিতন্ত্রী মডেল প্রথম কে আবিষ্কার করেন?
উত্তর: বিজ্ঞানী ওয়াটসন এবং বিজ্ঞানী ক্রিক (1953)।
✪✪প্রশ্ন ১০
একটি মিসিংলিঙ্কের নাম বলো।
উত্তর: আরকিওপটেরিক্স।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ১৪[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ১৬[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment