নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✪✪✪প্রশ্ন:১
DNA রেপ্লিকেশন কখন ঘটে ?
উত্তর: কোশবিভাজনের ইন্টারফেজ দশার S-phase (Synthesis phase)-এ DNA রেপ্লিকেশন ঘটে।
✪✪✪প্রশ্ন:২
নিউক্লিক অ্যাসিডের সাংগঠনিক উপাদানের নাম কী ?
উত্তর: নিউক্লিক অ্যাসিডের সাংগঠনিক উপাদানটি হল নিউক্লিওটাইড।
✪✪✪প্রশ্ন:৩
DNA অণুতে অ্যাডিনিনের সংখ্যা 500 হলে থাইমিনের সংখ্যা কত হবে ?
উত্তর: DNA অণুতে অ্যাডিনিনের সংখ্যা 500 হলে থাইমিনের সংখ্যা হবে 500 টি।
✪✪✪প্রশ্ন:৪
দুটি নিউক্লিওটাইডের মধ্যে যােগাযােগ স্থাপনকারী বন্ধনীকে কী বলে ?
উত্তর: দুটি নিউক্লিওটাইডের মধ্যে যােগাযােগ স্থাপনকারী বন্ধনীকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ধনী।
✪✪✪প্রশ্ন:৫
সবথেকে ছােটো RNA কোনটি ?
উত্তর: সবথেকে ছােটো RNA হল tRNA (Transfer RNA)।
✪✪✪প্রশ্ন:৬
DNA দ্বিতন্ত্রী হওয়ার কারণ কী ?
উত্তর: দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল পরস্পরকে বিপরীত সমান্তরালে পেঁচিয়ে অবস্থান করার জন্য DNA দ্বিতন্ত্রী প্রকৃতির হয়।
✪✪✪প্রশ্ন:৭
বিভিন্ন অবয়বযুক্ত DNA-এর মধ্যে কোন্ DNA শারীরবৃত্তীয়ভাবে সক্রিয় ?
উত্তর: বিভিন্ন অবয়বযুক্ত DNA-এর মধ্যে B-DNA (ডানাবর্ত) শারীরবৃত্তীয়ভাবে সক্রিয়।
✪✪✪প্রশ্ন:৮
মাত্রাগত একটি দূষক পদার্থের নাম লেখ।
উত্তর: CO2.
✪✪✪প্রশ্ন:৯
নিউক্লিক অ্যাসিড কত প্রকারের ও কী কী ?
উত্তর: নিউক্লিক অ্যাসিড দুই প্রকারের, যথা— (i)
ডি অক্সিরাইবােনিউক্লিক অ্যাসিড (DNA) এবং (ii) রাইবােনিউক্লিক অ্যাসিড (RNA)।
✪✪✪প্রশ্ন:১০
জেনেটিক RNA কোথায় পাওয়া যায় ?
উত্তর: ইনফ্লুয়েঞ্জা, পােলিয়া, HIV প্রভৃতি ভাইরাসে জেনেটিক RNA পাওয়া যায়।
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
Comments
Post a Comment