বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✪✪✪প্রশ্ন:১
DNA রেপ্লিকেশন কখন ঘটে ?
উত্তর: কোশবিভাজনের ইন্টারফেজ দশার S-phase (Synthesis phase)-এ DNA রেপ্লিকেশন ঘটে।
✪✪✪প্রশ্ন:২
নিউক্লিক অ্যাসিডের সাংগঠনিক উপাদানের নাম কী ?
উত্তর: নিউক্লিক অ্যাসিডের সাংগঠনিক উপাদানটি হল নিউক্লিওটাইড।
✪✪✪প্রশ্ন:৩
DNA অণুতে অ্যাডিনিনের সংখ্যা 500 হলে থাইমিনের সংখ্যা কত হবে ?
উত্তর: DNA অণুতে অ্যাডিনিনের সংখ্যা 500 হলে থাইমিনের সংখ্যা হবে 500 টি।
✪✪✪প্রশ্ন:৪
দুটি নিউক্লিওটাইডের মধ্যে যােগাযােগ স্থাপনকারী বন্ধনীকে কী বলে ?
উত্তর: দুটি নিউক্লিওটাইডের মধ্যে যােগাযােগ স্থাপনকারী বন্ধনীকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ধনী।
✪✪✪প্রশ্ন:৫
সবথেকে ছােটো RNA কোনটি ?
উত্তর: সবথেকে ছােটো RNA হল tRNA (Transfer RNA)।
✪✪✪প্রশ্ন:৬
DNA দ্বিতন্ত্রী হওয়ার কারণ কী ?
উত্তর: দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল পরস্পরকে বিপরীত সমান্তরালে পেঁচিয়ে অবস্থান করার জন্য DNA দ্বিতন্ত্রী প্রকৃতির হয়।
✪✪✪প্রশ্ন:৭
বিভিন্ন অবয়বযুক্ত DNA-এর মধ্যে কোন্ DNA শারীরবৃত্তীয়ভাবে সক্রিয় ?
উত্তর: বিভিন্ন অবয়বযুক্ত DNA-এর মধ্যে B-DNA (ডানাবর্ত) শারীরবৃত্তীয়ভাবে সক্রিয়।
✪✪✪প্রশ্ন:৮
মাত্রাগত একটি দূষক পদার্থের নাম লেখ।
উত্তর: CO2.
✪✪✪প্রশ্ন:৯
নিউক্লিক অ্যাসিড কত প্রকারের ও কী কী ?
উত্তর: নিউক্লিক অ্যাসিড দুই প্রকারের, যথা— (i)
ডি অক্সিরাইবােনিউক্লিক অ্যাসিড (DNA) এবং (ii) রাইবােনিউক্লিক অ্যাসিড (RNA)।
✪✪✪প্রশ্ন:১০
জেনেটিক RNA কোথায় পাওয়া যায় ?
উত্তর: ইনফ্লুয়েঞ্জা, পােলিয়া, HIV প্রভৃতি ভাইরাসে জেনেটিক RNA পাওয়া যায়।
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬

Comments
Post a Comment