সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✹✹✹প্রশ্ন:১
মধু কী ?
উত্তর: মধু মৌচাকের মৌ-প্রকোষ্ঠে অবস্থিত হলদে বা লালচে রঙের গাঢ় চটচটে তরল, যা প্রধানত শর্করা, খনিজ লবণ, ভিটামিন, উৎসেচক, অ্যাসিড ও রঞ্জক পদার্থ সহযােগে গঠিত।
✹✹✹প্রশ্ন:২
মুরগির প্রধান কয়েকটি রােগের নাম কী ?
উত্তর: পুলােরাম, রানিখেত, কলেরা, বসন্ত ইত্যাদি।
✹✹✹প্রশ্ন:৩
বি-ব্রেড কী ?
উত্তর: মধুর সঙ্গে পরাগ মিশিয়ে মৌমাছির যে খাবার তৈরি হয় তাকে বি-ব্রেড বলে।
✹✹✹প্রশ্ন:৪
হাঁসের দেশীয় ব্রিডগুলির উদাহরণ দাও।
উত্তর: রানার, নাগেশ্বরী, খাঁকি ক্যাম্পবেল ইত্যাদি।
✹✹✹প্রশ্ন:৫
হাঁসের কয়েকটি প্রধান রােগের উদাহরণ দাও।
উত্তর: কলেরা, প্লেগ, ক্র্যাম্প ইত্যাদি।
✹✹✹প্রশ্ন:৬
টেবল ব্রিড কাকে বলে ?
উত্তর: যে-সব ব্রিড মাংসের জন্য পালন করা হয় তাদের টেবল ব্রিড বলে। যেমন—ব্রয়লার, আসিল ইত্যাদি।
✹✹✹প্রশ্ন:৭
রয়েল জেলি কী ?
উত্তর: শ্রমিক মৌমাছিদের গলবিল নিঃসৃত প্রােটিন জাতীয় যে খাবার মৌমাছিদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তাকে রয়েল জেলি বা রাজকীয় জেলি বলে।
✹✹✹প্রশ্ন:৮
ইনকিউবেটার কী ?
উত্তর: যে যন্ত্রে কৃত্রিম উপায়ে ডিম ফোটানাে হয় তাকে ইনকিউবেটর বলে।
✹✹✹প্রশ্ন:৯
ডুয়াল ব্রিড কাকে বলে ?
উত্তর: যে-সব ব্রিড মাংস ও ডিম উভয়ের জন্য পালন করা হয় তাদের ডুয়াল ব্রিড বলে। যেমন—সাসেক্স, রােড আইল্যান্ড রেড।
✹✹✹প্রশ্ন:১০
এপিয়ারি কাকে বলে ?
উত্তর: যে স্থানে বিজ্ঞানসম্মতভাবে বিপুল হারে মৌমাছি পালন করা হয় তাকে এপিয়ারি বা মধুমক্ষীশালা বলে।
✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৫৬[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৫৮[NEXT]
✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿✿❀✿
Comments
Post a Comment