[WBCS Special VSQs]
Biology
জীবের জনন
প্রশ্ন:১
বহুভ্রূণতা কী ?
উত্তর: একটি বীজে যখন একাধিক ভ্রূণ উৎপন্ন হয়, তখন তাকে বহুভ্রূণতা বলে।
প্রশ্ন:২
কার ক্ষেত্রে নিষেকের পর স্ত্রীফুলের বৃন্ত কুণ্ডলীকৃত অবস্থায় থাকে ?
উত্তর: Vallisneria-র ক্ষেত্রে দেখা যায়।
প্রশ্ন:৩
পার্থেনােজেনেসিস কাকে বলে ?
উত্তর: যে জনন প্রক্রিয়ায় অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হয়, তাকে পার্থেনােজেনেসিস বলে।
প্রশ্ন:৪
ইমাসকুলেশন কী ?
উত্তর: যে পদ্ধতিতে পরাগধানীর অপসারণ করা হয়।
প্রশ্ন:৫
অ্যাপােমিক্সিস কী ?
উত্তর: এটি উদ্ভিদের একটি বিশেষ ধরনের জনন যেখানে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন ঘটে না।
প্রশ্ন:৬
পদ্মের পরাগমিলন কার মাধ্যমে ঘটে ?
উত্তর: পতঙ্গের মাধ্যমে ঘটে।
প্রশ্ন:৭
নিউসেলার পলিএমব্রায়ােনি কার ক্ষেত্রে দেখা যায় ?
উত্তর: Citrus.
প্রশ্ন:৮
নিওটেনি কী ?
উত্তর: লার্ভা দশায় যৌনতার পূর্ণতাপ্রাপ্তিকে নিওটেনি বলে।
প্রশ্ন:৯
পার্থেনােকাৰ্পি কী ?
উত্তর: বীজহীন ফল উৎপাদনকে পার্থেনােকাৰ্পি বলে।
প্রশ্ন:১০
মেকি বহুভ্রূণতা কী ?
উত্তর: যখন একই ডিম্বকের একাধিক ভ্রূণস্থলীতে একাধিক ভ্রূণ উৎপন্ন হয়।
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞
Comments
Post a Comment