WBCS Special MCQsজীবের জনন
প্রশ্ন:১
কাণ্ডের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন হয়—
(a) রাঙা আলুতে
(b) আলুতে
(c) আদায়
(d) পেঁয়াজে
উত্তর: B, C, D
প্রশ্ন:২
দ্বিভাজন প্রক্রিয়া দেখা যায়—
(a) অ্যামিবাতে
(b) কেঁচোতে
(c) প্যারামেসিয়ামে
(d) কৃমিতে
উত্তর: A, C
প্রশ্ন:৩
বাডিং পদ্ধতিতে জনন সম্পন্ন হয়—
(a) ইস্টে
(b) কেঁচোতে
(c) অ্যামিবায়
(d) হাইড্রায়
উত্তর: A, D
প্রশ্ন:৪
কোনগুলি উভলিঙ্গ প্রাণী ?
(a) হাইড্রা
(b) কেঁচো
(c) আরশােলা
(d) ফিতাকৃমি
উত্তর: B, D
প্রশ্ন:৫
আইসােগ্যামি যৌন জনন সম্পন্নকারী জীব হল—
(a) স্পাইরােগাইরা
(b) ক্ল্যামাইডােমােনাস
(c) অ্যাগারিকাস
(d) ফার্ন
উত্তর: A, B
প্রশ্ন:৬
জননের প্রয়োজনীয়তা হল—
(a) বংশবিস্তার ঘটানাে
(b) সংখ্যা বৃদ্ধি করা
(c) অভিযােজনে সমর্থ করা
(d) বাস্তুতন্ত্র বজায় রাখা
উত্তর: A, B
প্রশ্ন:৭
কনজুগেশন পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন করে—
(a) স্পাইরােগাইরা
(b) হাইড্রা
(c) আরশােলা
(d) প্যারামেসিয়াম
উত্তর: A, D
প্রশ্ন:৮
অপুংজনি দেখা যায়—
(a) মাছে
(b) জোঁকে
(c) মৌমাছিতে
(d) মিউকরে
উত্তর: C, D
প্রশ্ন:৯
জুস্পাের গঠিত হয়—
(a) ক্ল্যামাইডােমােনাসে
(b) ফাইটোপথেরায়
(c) ইউলোথ্রিক্সে
(d) পেনিসিলিয়ামে
উত্তর: A, B, C
প্রশ্ন:১০
20-25 বছর বাঁচে এমন প্রাণী হল—
(a) বিড়াল
(b) গােরু
(c) কাক
(d) কুকুর
উত্তর: B, D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
Comments
Post a Comment