সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
⚘⚘⚘প্রশ্ন:১
মেনার্কি কী ?
উত্তর: স্ত্রীদের যৌনজীবনচক্রে প্রথম রজঃস্রাব শুরু হওয়াকে মেনার্কি বলে।
⚘⚘⚘প্রশ্ন:২
রজঃস্রাব কতদিন স্থায়ী হয় ?
উত্তর: 4-6 দিন।
⚘⚘⚘প্রশ্ন:৩
ওভিউলেশন বা ডিম্ব নিঃসরণ কাকে বলে ?
উত্তর: যে প্রক্রিয়ায় পরিণত গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয়ে ডিম্বাণু নির্গত হয়, সেই প্রক্রিয়াকে ওভিউলেশন বলে।
⚘⚘⚘প্রশ্ন:৪
পুরুষদের ইউরেথ্রার বিভিন্ন অংশগুলি কী কী ?
উত্তর: (i) প্রস্টেটিক ইউরেথ্রা, (ii) মেমব্রেনাস ইউরেথ্রা, (iii) পিনাইল ইউরেথ্রা।
⚘⚘⚘প্রশ্ন:৫
করােনা রেডিয়েটা কী ?
উত্তর: গৌণ পরডিম্বাণুর চারপাশে যে গ্রানুলােসা কোশসমূহ অবস্থান করে তাকে করােনা রেডিয়াটা বলে।
⚘⚘⚘প্রশ্ন:৬
অ্যারিওলা কাকে বলে ?
উত্তর: স্তনগ্রন্থির কেন্দ্রে অবস্থিত স্তনবৃন্তকে বেষ্টন করে যে হালকা কালচে রঙের রঞ্জক স্তর থাকে তাকে অ্যারিওলা বলে।
⚘⚘⚘প্রশ্ন:৭
লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনােরার সংযােগস্থলে যে ক্ষুদ্র ও দণ্ডকার পেশিময় অংশ থাকে তাকে কী বলে ?
উত্তর: ক্লিটোরিস।
⚘⚘⚘প্রশ্ন:৮
গ্রাফিয়ান ফলিকল কাকে বলে ?
উত্তর: ডিম্বাশয়ের স্ট্রোমার বা ধাত্রের মধ্যে যে ফলিকলগুলি ছড়িয়ে অবস্থান করে তাদের গ্রাফিয়ান ফলিকল বলে।
⚘⚘⚘প্রশ্ন:৯
ফিমব্রি কাকে বলে ?
উত্তর: ডিম্বনালির ফানেলাকৃতির মুক্তপ্রান্তে যে ক্ষুদ্র অঙ্গুলাকার অংশগুলি থাকে তাকে ফিমব্রি বলে।
⚘⚘⚘প্রশ্ন:১০
লিকার ফলিকল কী ?
উত্তর: গ্রাফিয়ান ফলিকলের (বর্ধনশীল) গহ্বরস্থিত তরলকে লিকার ফলিকল বলে।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ১[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৩[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment