সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
☆☆☆☆প্রশ্ন:১
অভিযােজন কী ?
উত্তর: কোনাে পরিবেশে সুস্থ স্বাবাবিকভাবে বেঁচে থাকার জন্য এবং মানিয়ে চলার জন্য জীবের যে সমস্ত পরিবর্তন ঘটে তাদের অভিযােজন (Adaptation) বলে।
☆☆☆☆প্রশ্ন:২
জিনপুল কাকে বলে ?
উত্তর: কোনাে একটি জনসংখ্যার সমস্ত সদস্যদের মধ্যে যত জিন উপস্থিত থাকে তাদের একত্রে ওই জনসংখ্যার জিনপুল বা জিনভাণ্ডার (Gene pool) বলে।
☆☆☆☆প্রশ্ন:৩
জেনেটিক ড্রিফটের ঘটনা কে প্রথম লক্ষ করেন ?
উত্তর: Sewall Wright (1931)।
☆☆☆☆প্রশ্ন:৪
ইন্ডাসট্রিয়াল মেলানিজম কোন্ ধরনের প্রাকৃতিক নির্বাচনের ঘটনাকে নির্দেশ করে ?
উত্তর: নির্দেশিত নির্বাচনী চাপ।
☆☆☆☆প্রশ্ন:৫
কোনাে জনগােষ্ঠীর বিবর্তন ঘটার কারণ কী ?
উত্তর: কোনাে জনগােষ্ঠীর বিবর্তন ঘটার কারণ হল— (i) জেনেটিক পরিবর্তন যােগ্যতা ও (ii) বিভেদসূচক জনন প্রক্রিয়া।
☆☆☆☆প্রশ্ন:৬
একটি স্বাভাবিক মানবশিশুর গড় ওজন কত হয় ?
উত্তর: 2.5 কেজি বা 7.3 পাউন্ড।
☆☆☆☆প্রশ্ন:৭
কোন্ ঘটনাকে সেওয়াল রাইট এফেক্ট বলে ?
উত্তর: জেনেটিকি ড্রিফট।
☆☆☆☆প্রশ্ন:৮
শিল্প বিপ্লবের পর কোন্ ধরনের প্রাকৃতিক নির্বাচনের ঘটনা লক্ষ করা যায় ?
উত্তর: ডাইরেকশনাল প্রাকৃতিক নির্বাচন।
☆☆☆☆প্রশ্ন:৯
জেনেটিক ড্রিফট কী ?
উত্তর: জেনেটিক ড্রিফট হল একপ্রকার বিবর্তনের শক্তি যা ক্ষুদ্র জীবগােষ্ঠীর ওপর ক্রিয়াশীল।
☆☆☆☆প্রশ্ন:১০
ডারউইন বিবর্তনের কার্যপদ্ধতির সম্পূর্ণ ব্যাখা দিতে অক্ষম ছিলেন কেন ?
উত্তর: কারণ ডারউইনের বংশগতি পদ্ধতি সম্পর্কে বিশেষ কোনাে ধারণা ছিল না।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ২২[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ২৪[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment