বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★★প্রশ্ন:১
UNESCO-এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: United Nations Educational Scientific and Cultural Organization.
★★★প্রশ্ন:২
পশ্চিমবঙ্গের একটি বায়ােস্ফিয়ার রিজার্ভ-এর নাম লেখাে।
উত্তর: সুন্দরবন।
★★★প্রশ্ন:৩
এক্স-সিটু সংরক্ষণের একটি উদাহরণ দাও।
উত্তর: রিড়িয়াখশনার বিলুপ্ত প্রাণীদের সংরক্ষণ।
★★★প্রশ্ন:৪
দুটি বিপন্ন উদ্ভিদ প্রজাতির উদাহরণ দাও।
উত্তর: সর্পগন্ধা: Rauvolfia serpentina।
ঘৃতকুমারী: Aloe vera।
★★★প্রশ্ন:৫
MAB-র সম্পূর্ণ নাম কী ?
উত্তর: Man and Biosphere.
★★★প্রশ্ন:৬
‘Hot spot’-কথাটির প্রবর্তক কে ?
উত্তর: Norman Myers (1988)।
★★★প্রশ্ন:৭
ভারতবর্ষের প্রথম বায়ােস্ফিয়ার রিজার্ভ কোনটি ?
উত্তর: নকরের (থুরারেঞ্জ)।
★★★প্রশ্ন:৮
একটি ‘কি স্টোন’ প্রজাতির উদাহরণ দাও।
উত্তর: রয়েল বেঙ্গল টাইগার।
★★★প্রশ্ন:৯
দুটি বিপন্ন স্তন্যপায়ী প্রাণীর নাম লেখাে।
উত্তর: ভারতীয় বাঘ: Panthera tigris।
★★★প্রশ্ন:১০
ভারতবর্ষের দুটি ‘Hot spot’ অঞলের নাম লেখাে।
উত্তর: Western Ghats এবং Eastern Himalaya.
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment