নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★★প্রশ্ন:১
UNESCO-এর সম্পূর্ণ নাম কী ?
উত্তর: United Nations Educational Scientific and Cultural Organization.
★★★প্রশ্ন:২
পশ্চিমবঙ্গের একটি বায়ােস্ফিয়ার রিজার্ভ-এর নাম লেখাে।
উত্তর: সুন্দরবন।
★★★প্রশ্ন:৩
এক্স-সিটু সংরক্ষণের একটি উদাহরণ দাও।
উত্তর: রিড়িয়াখশনার বিলুপ্ত প্রাণীদের সংরক্ষণ।
★★★প্রশ্ন:৪
দুটি বিপন্ন উদ্ভিদ প্রজাতির উদাহরণ দাও।
উত্তর: সর্পগন্ধা: Rauvolfia serpentina।
ঘৃতকুমারী: Aloe vera।
★★★প্রশ্ন:৫
MAB-র সম্পূর্ণ নাম কী ?
উত্তর: Man and Biosphere.
★★★প্রশ্ন:৬
‘Hot spot’-কথাটির প্রবর্তক কে ?
উত্তর: Norman Myers (1988)।
★★★প্রশ্ন:৭
ভারতবর্ষের প্রথম বায়ােস্ফিয়ার রিজার্ভ কোনটি ?
উত্তর: নকরের (থুরারেঞ্জ)।
★★★প্রশ্ন:৮
একটি ‘কি স্টোন’ প্রজাতির উদাহরণ দাও।
উত্তর: রয়েল বেঙ্গল টাইগার।
★★★প্রশ্ন:৯
দুটি বিপন্ন স্তন্যপায়ী প্রাণীর নাম লেখাে।
উত্তর: ভারতীয় বাঘ: Panthera tigris।
★★★প্রশ্ন:১০
ভারতবর্ষের দুটি ‘Hot spot’ অঞলের নাম লেখাে।
উত্তর: Western Ghats এবং Eastern Himalaya.
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment