সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✴✴✴প্রশ্ন:১
ম্যালেরিয়ার রােগ জীবাণু বহনকারী প্রাণী কোনটি ?
উত্তর: স্ত্রী অ্যানােফিলিস মশা।
✴✴✴প্রশ্ন:২
একটি এন্ডােজেনাস ও একটি এক্সোজেনাস রােগের বাহকের নাম লেখাে।
উত্তর: এন্ডােজেনাস—সিরাম প্রােটিন।
এক্সোজেনাস—অ্যালারাজেন (রেণু পরাগ)।
✴✴✴প্রশ্ন:৩
সিফিলিস রােগসৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লেখাে।
উত্তর: Treponema pallidum.
✴✴✴প্রশ্ন:৪
লােফার্স সিনড্রোম নামক এই বিশেষ উপসর্গটি কোন্ রােগে দেখা যায় ?
উত্তর: অ্যাসকেরিয়েসিস।
✴✴✴প্রশ্ন:৫
মশা কী বাহক না ভেক্টর ?
উত্তর: ভেক্টর।
✴✴✴প্রশ্ন:৬
এলিফ্যানটিয়েসিস কোন্ রােগের অপর নাম ?
উত্তর: ফাইলেরিয়েসিস।
✴✴✴প্রশ্ন:৭
যে-সব রােগ দেশব্যাপী বিস্তার লাভ করে সেই রােগকে কী প্রকার রােগ বলে ?
উত্তর: প্যানডেমিক।
✴✴✴প্রশ্ন:৮
ইয়ােলাে ফিভার কোন্ অঞ্চলের মানুষদের হয়ে থাকে ?
উত্তর: আফ্রিকার।
✴✴✴প্রশ্ন:৯
Plasmodium vivax কী ধরনের ম্যালেরিয়ার সৃষ্টি করে ?
উত্তর: বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া (Beningn Tertain Malaris)।
✴✴✴প্রশ্ন:১০
AIDS রােগের ইনকিউবেশন পিরিয়ড কত ?
উত্তর: 6 মাস থেকে 10 বছর।
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ২৫[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ২৭[NEXT]
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
Comments
Post a Comment