বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQs
✶✶✶প্রশ্নঃ১
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় ?উঃ
1939 খ্রিস্টাব্দের 1লা Sept .
✶✶✶প্রশ্নঃ২
হাে - চি - মিন কে ছিলেন ?
উঃ
ভিয়েতনামের জননেতা
✶✶✶প্রশ্নঃ৩
প্রথম আরব - ইজারায়েল যুদ্ধ কবে হয় ?
উঃ
1948 খ্রিস্টাব্দে
✶✶✶প্রশ্নঃ৪
আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?
উঃ
হল্যান্ডের হেগ শহরে
✶✶✶প্রশ্নঃ৫
নিরাপত্তা পরিষদ মােট কতজন সদস্য নিয়ে গঠিত ?
উঃ
10
✶✶✶প্রশ্নঃ৬
বানদুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উঃ
1955 খ্রিস্টাব্দে
✶✶✶প্রশ্নঃ৭
ভারতের বিভিন্ন এলাকার মানচিত্র অঙ্কন কে করেন ?
উঃ
জেমস রেনেল
✶✶✶প্রশ্নঃ৮
ভােরেলেস্ট বংলার গভর্ণর হয়ে আসেন কত খ্রিস্টাব্দে ?
উঃ
১৭৬৭ খ্রিস্টাব্দে
✶✶✶প্রশ্নঃ৯
‘ হুল ’ কথার অর্থ কি ?
উঃ
বিদ্রোহ
✶✶✶প্রশ্নঃ১০
১৮৬০ খ্রিস্টাব্দে কী ‘ নীল কমিশন ’ গঠিত হয় ?
উঃ
ঠিক
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Comments
Post a Comment