বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★প্রশ্ন:১
গর্ভধান কী ?
উত্তর: পুংজনন কোশ ও স্ত্রীজনন কোশের মিলনকে গর্ভাধান বা নিষেক বলে।
★★প্রশ্ন:২
ডিম্বক ত্বক কী ?
উত্তর: ডিম্বকের দুটি আবরণীকে একত্রে ডিম্বক ত্বক বলে।
★★প্রশ্ন:৩
জুফিলি কী ?
উত্তর: যেসব ফুলে প্রাণীর সাহায্যে পরাগযােগ সংঘটিত হয়।
★★প্রশ্ন:৪
বায়ুপরাগী ফুল কাকে বলে ?
উত্তর: যেসব ফুলের পরাগযােগ বায়ুর মাধ্যমে ঘটে।
★★প্রশ্ন:৫
অ্যাপােমিক্সিস কী ?
উত্তর: এটি উদ্ভিদের একটি বিশেষ ধরনের জনন যেখানে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন ঘটে না।
★★প্রশ্ন:৬
বহুমুখ ডিম্বক কার ক্ষেত্রে দেখা যায় ?
উত্তর: সরিষা (Brassica napus)।
★★প্রশ্ন:৭
পক্ষীপরাগী ফুল কাকে বলে ?
উত্তর: যে সকল ফুলে পক্ষীর মাধ্যমে পরাগযােগ ঘটে।
★★প্রশ্ন:৮
উর্ধ্বমুখ বা অর্থোট্রোপাস ডিম্বক কার ক্ষেত্রে দেখা যায় ?
উত্তর: গােলমরিচ (Piper nigrum)।
★★প্রশ্ন:৯
জলপরাগী ফুল কী ?
উত্তর: যেসকল ফুলে জলের মাধ্যমে পরাগযােগ ঘটে।
★★প্রশ্ন:১০
কোন্ কোন্ উদ্ভিদে দ্বিনিষেক লক্ষ করা যায় ?
উত্তর: রেড়ি, ভুট্টা, গম, ধান প্রভৃতি উদ্ভিদে দ্বিনিষেক দেখা যায়।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵

Comments
Post a Comment