বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✹✹প্রশ্ন ১
চিংড়ির রেচন অঙ্গের নাম কী ?
উত্তর: সবুজ গ্রন্থি।
✹✹প্রশ্ন ২
মূত্রে রক্তের উপস্থিতিকে কী বলে ?
উত্তর: হিমাচুরিয়া।
✹✹প্রশ্ন ৩
রাফাইড যুক্ত কোশকে কী বলে ?
উত্তর: ইডিওব্লাস্ট
✹✹প্রশ্ন ৪
মানবদেহের কোন অঙ্গে অরনিথিনচক্র সম্পন্ন হয়?
উত্তর: যকৃত-এ
✹✹প্রশ্ন ৫
অরনিথিন চক্র কী?
উত্তর: যে চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয় তাকে অরনিথিন চক্র বলে।
✹✹প্রশ্ন ৬
মস্তিষ্কের কোন্ অংশ প্রাণীদেহের ভারসাম্য নিয়ন্ত্রন করে?
উত্তর: লঘুমস্তিষ্ক।
✹✹প্রশ্ন ৭
মস্তিষ্কের আবরণীর নাম কী ?
উত্তর: মেনিনজেস।
✹✹প্রশ্ন ৮
শব্দগ্রাহক যন্ত্রটি কানের কোথায় অবস্থিত ?
উত্তর: ককলিয়ার মধ্যে।
✹✹প্রশ্ন ৯
শ্রবণ ব্যতীত কর্ণের অপর কাজটি কী?
উত্তর: দেহের ভারসাম্য নিয়ন্ত্রন করা।
✹✹প্রশ্ন ১০
একটি লোকাল হরমোনের নাম বলো।
উত্তর: টেস্টোস্টেরন।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵

Comments
Post a Comment