নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✹✹প্রশ্ন ১
চিংড়ির রেচন অঙ্গের নাম কী ?
উত্তর: সবুজ গ্রন্থি।
✹✹প্রশ্ন ২
মূত্রে রক্তের উপস্থিতিকে কী বলে ?
উত্তর: হিমাচুরিয়া।
✹✹প্রশ্ন ৩
রাফাইড যুক্ত কোশকে কী বলে ?
উত্তর: ইডিওব্লাস্ট
✹✹প্রশ্ন ৪
মানবদেহের কোন অঙ্গে অরনিথিনচক্র সম্পন্ন হয়?
উত্তর: যকৃত-এ
✹✹প্রশ্ন ৫
অরনিথিন চক্র কী?
উত্তর: যে চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয় তাকে অরনিথিন চক্র বলে।
✹✹প্রশ্ন ৬
মস্তিষ্কের কোন্ অংশ প্রাণীদেহের ভারসাম্য নিয়ন্ত্রন করে?
উত্তর: লঘুমস্তিষ্ক।
✹✹প্রশ্ন ৭
মস্তিষ্কের আবরণীর নাম কী ?
উত্তর: মেনিনজেস।
✹✹প্রশ্ন ৮
শব্দগ্রাহক যন্ত্রটি কানের কোথায় অবস্থিত ?
উত্তর: ককলিয়ার মধ্যে।
✹✹প্রশ্ন ৯
শ্রবণ ব্যতীত কর্ণের অপর কাজটি কী?
উত্তর: দেহের ভারসাম্য নিয়ন্ত্রন করা।
✹✹প্রশ্ন ১০
একটি লোকাল হরমোনের নাম বলো।
উত্তর: টেস্টোস্টেরন।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment