[WBCS Special VSQs]
Biology
জীবের জনন
প্রশ্ন:১
বহুমুখ ডিম্বক কার ক্ষেত্রে দেখা যায় ?
উত্তর: সরিষা (Brassica napus)।
প্রশ্ন:২
জুফিলি কী ?
উত্তর: যেসব ফুলে প্রাণীর সাহায্যে পরাগযােগ সংঘটিত হয়।
প্রশ্ন:৩
বায়ুপরাগী ফুল কাকে বলে ?
উত্তর: যেসব ফুলের পরাগযােগ বায়ুর মাধ্যমে ঘটে।
প্রশ্ন:৪
কোন্ কোন্ উদ্ভিদে দ্বিনিষেক লক্ষ করা যায় ?
উত্তর: রেড়ি, ভুট্টা, গম, ধান প্রভৃতি উদ্ভিদে দ্বিনিষেক লক্ষ করা যায়।
প্রশ্ন:৫
ডিম্বক মূল কী ?
উত্তর: ডিম্বকের যে অংশ থেকে ডিম্বক ত্বক উৎপন্ন হয়।
প্রশ্ন:৬
গর্ভাধান কী ?
উত্তর: পুংজনন কোশ ও স্ত্রীজনন কোশের মিলনকে গর্ভাধান বা নিষেক বলে।
প্রশ্ন:৭
ডিম্বক ত্বক কী ?
উত্তর: ডিম্বকের দুটি আবরণীকে একত্রে ডিম্বক ত্বক বলে।
প্রশ্ন:৮
জলপরাগী ফুল কী ?
উত্তর: যেসকল ফুলে জলের মাধ্যমে পরাগযােগ ঘটে।
প্রশ্ন:৯
পক্ষীপরাগী ফুল কাকে বলে ?
উত্তর: যেসকল ফুলে পক্ষীর মাধ্যমে পরাগযােগ ঘটে।
প্রশ্ন:১০
উর্ধ্বমুখ বা অর্থোট্রোপাস ডিম্বক কার ক্ষেত্রে দেখা যায় ?
উত্তর: গোলমরিচ (Piper nigram)।
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞
Comments
Post a Comment