সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✹✹✹প্রশ্ন:১
অভিব্যক্তিকে “পরিবর্তনসহ বংশক্রম” (Descent with modification) রূপে কে অভিহিত করেন ?
উত্তর: ব্রিটিশ প্রকৃতিবিদ্ Charles Darwin অভিব্যক্তিকে “পরিবর্তনসহ বংশক্রম” (Descent with modification) রূপে অভিহিত করেন।
✹✹✹প্রশ্ন:২
জিনফ্রিকোয়েন্সি কাকে বলে ?
উত্তর: কোনাে প্রজাতিতে মিউটেশনের মাধ্যমে নতুন জিনের অনুপ্রবেশের ফলে যে পরিবর্তন ঘটে তাকে জিন ফ্রিকোয়েন্সি (Gene frequency) বলে।
✹✹✹প্রশ্ন:৩
জৈব বিবর্তনের আধুনিক রাসায়নিক মতবাদ কারা প্রকাশ করেন ?
উত্তর: রাশিয়ান জীববিজ্ঞানী Alexander I. Oparin (1924) এবং ইংরেজ জীববিজ্ঞানী J.B.S. Haldane (1928) মিলিতভাবে জৈব বিবর্তনের আধুনিক রাসায়নিক মতবাদ প্রকাশ করেন।
✹✹✹প্রশ্ন:৪
কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম স্থলে সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম আবিষ্কার করেন ?
উত্তর: বিজ্ঞানী Xenophane সর্বপ্রথম স্থলে সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম আবিষ্কার করেন।
✹✹✹প্রশ্ন:৫
জীবনের স্বতঃস্ফূর্ত উদ্ভবতত্ত্ব (Spontaneous Origin of Life) কে উপস্থাপন করেন ?
উত্তর: বিজ্ঞানী Franscesco Redi জীবনের স্বতঃস্ফূর্ত উদ্ভবতত্ত্ব (Spontaneous Origin of Life) উপস্থাপন করেন।
✹✹✹প্রশ্ন:৬
আধুনিক মানুষের ক্রোনিয়াল ক্যাপাসিটি তার কোন্ পূর্বপুরুষের কাছাকাছি ছিল ?
উত্তর: নিয়ানডারথাল।
✹✹✹প্রশ্ন:৭
ওপারিন-এর বিখ্যাত গ্রন্থটির নাম কী ?
উত্তর: ওপারিন-এর বিখ্যাত গ্রন্থটি হল “দি অরিজিন অফ লাইফ অন আর্থ” (The Origin of Life on Earth)।
✹✹✹প্রশ্ন:৮
কে মনে করতেন পৃথিবীতে বহু বছর ধরে মাছের বিবর্তনের ফলে মানুষের উদ্ভব ঘটেছে ?
উত্তর: গ্রিক দার্শনিক অ্যানাক্সিম্যান্ডার (Anaximander) মনে করতেন পৃথিবীতে বহু বছর ধরে মাছের বিবর্তনের ফলে মানুষের উদ্ভব ঘটেছে।
✹✹✹প্রশ্ন:৯
কে প্রথম “ইভােলিউশন” শব্দটি ব্যবহার করেন ?
উত্তর: ব্রিটিশ দার্শনিক ও শিক্ষাবিদ্ Herbert Spencer (1820-1903) প্রথম “ইভােলিউশন” শব্দটি ব্যবহার করেন।
✹✹✹প্রশ্ন:১০
কোশে জলীয় পরিবেশে দ্রুত পলিমার গঠন সম্ভব হয়েছিল কেন ?
উত্তর: কোশে জলীয় পরিবেশে দ্রুত পলিমার গঠন সম্ভব হয়েছিল উৎসেচক ও ATP-র জন্য।
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৩৩[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৩৫[NEXT]
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
Comments
Post a Comment