সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
⍟✷⍟প্রশ্ন ১
কোন গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয় ?
উত্তর: ফণীমনসা।
⍟✷⍟প্রশ্ন ২
কোন প্রাণীর চোখে পেকটেন থাকে ?
উত্তর: পায়রা।
⍟✷⍟প্রশ্ন ৩
পদ্মের কান্ড কি প্রকৃতির হয় ?
উত্তর: রাইজোম প্রকৃতির।
⍟✷⍟প্রশ্ন ৪
একটি মাছের নাম বলো যার পটকা থাকে না ?
উত্তর: হাঙর।
⍟✷⍟প্রশ্ন ৫
Blue mold কাকে বলা হয় ?
উত্তর: পেনিসিলিয়াম নোটেটামকে।
⍟✷⍟প্রশ্ন ৬
সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ার নাম কি ?
উত্তর: ডায়ালিস্টার নিউমোসিন্টেস।
⍟✷⍟প্রশ্ন ৭
সবচেয়ে বড়ো ব্যাকটেরিয়ার নাম কি ?
উত্তর: ব্যাসিলাস বুটস্চিল্লি।
⍟✷⍟প্রশ্ন ৮
প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে ?
উত্তর: চার্লস রবার্ট ডারউইন।
⍟✷⍟প্রশ্ন ৯
BCG কোন রোগের টিকা ?
উত্তর: যক্ষা বা টিউবারকুলোসিস।
⍟✷⍟প্রশ্ন ১০
DPT টিকা কোন কোন রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয় ?
উত্তর: ডিপথেরিয়া, হুপিং কাশি, এবং টিটেনাস।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ১৮[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ২০[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment