সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✹✹✹প্রশ্ন:১
প্রকরণের কারণগুলি কী কী ?
উত্তর: পরিব্যক্তি, পুনঃসংযােজন (Recombination) ও জেনেটিক ড্রিফট।
✹✹✹প্রশ্ন:২
ভৌগােলিক বিচ্ছিন্নতার জন্য যে প্রজাতি সৃষ্টি হয় তাকে কী বলে ?
উত্তর: অ্যালােপ্যাট্রিক বা ভিনদেশজ প্রজাতি।
✹✹✹প্রশ্ন:৩
জৈব অভিব্যক্তির আধুনিক ধারণার তিনটি প্রাথমিক শর্তের নাম লেখাে।
উত্তর: প্রকরণ, জিন প্রবাহ ও নির্বাচন।
✹✹✹প্রশ্ন:৪
কোনাে ক্ষুদ্র জনগােষ্ঠীর জিনপুলে যে তাৎক্ষণিক পরিবর্তন ঘটে তাকে কী বলে ?
উত্তর: জেনেটিক ড্রিফট (Genetic drift)।
✹✹✹প্রশ্ন:৫
অঙ্গসংস্থানিকভাবে একই গঠনযুক্ত কিন্তু জননগতভাবে পৃথক দুটি প্রজাতিকে কী বলে ?
উত্তর: সিবলিং প্রজাতি।
✹✹✹প্রশ্ন:৬
কোন্ পদ্ধতি দ্বারা দুটি কাছাকাছি প্রজাতি পরস্পরের সঙ্গে জনন থেকে আলাদা থাকে ?
উত্তর: পৃথকীকরণ পদ্ধতি (Isolating mechanism)।
✹✹✹প্রশ্ন:৭
ল্যামার্কবাদের প্রতিবাদ স্বরূপ পরীক্ষাটি কোন্ বিজ্ঞানী এবং কোন্ প্রাণীর ওপর করেন ?
উত্তর: ভাইসম্যান, ইঁদুরের ওপর করেন।
✹✹✹প্রশ্ন:৮
কোন্ প্রক্রিয়া দ্বারা প্রকরণ (Variation) তৈরি হয় ?
উত্তর: পরিব্যক্তি (Mutation)।
✹✹✹প্রশ্ন:৯
অ্যালােপ্যাট্রিক প্রজাতিভবনের প্রধান কারণ কী ?
উত্তর: জনিতৃ প্রজাতির মধ্যে ভৌগােলিক বাধা তৈরি হওয়া।
✹✹✹প্রশ্ন:১০
নতুন প্রজাতি তৈরি হওয়ার ঘটনাকে কী বলে ?
উত্তর: প্রজাতিভবন (Speciation)।
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৩০[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৩২[NEXT]
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
Comments
Post a Comment