সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
★★★প্রশ্ন:১
একটি স্থায়ী পরজীবীর উদাহরণ দাও।
উত্তর: গােলকৃমি।
★★★প্রশ্ন:২
কোন্ উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম ঘটে না ?
উত্তর: সুন্দরী।
★★★প্রশ্ন:৩
কোন্ প্রাণীর ইকোলােকেশন তন্ত্র উপস্থিত ?
উত্তর: বাদুড়।
★★★প্রশ্ন:৪
ব্লাবার দেখা যায় কোন্ প্রাণীতে ?
উত্তর: তিমি, জলহস্তী প্রভৃতি প্রাণীতে।
★★★প্রশ্ন:৫
বৃদ্ধির ‘S’ আকৃতির লেখচিত্রকে কী বলে ?
উত্তর: সিগময়েড লেখচিত্র।
★★★প্রশ্ন:৬
কোন্ উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায় ?
উত্তর: Rhizophora, Cesiops.
★★★প্রশ্ন:৭
নিউম্যাটোফোর দেখা যায় কোন্ উদ্ভিদে ?
উত্তর: সুন্দরী, গেঁয়াে, গরাণ।
★★★প্রশ্ন:৮
একটি প্যাথােজেনিক পরজীবীর উদাহরণ দাও।
উত্তর: Entamoeba histolytica.
★★★প্রশ্ন:৯
প্যাডেল ও ফ্লিপার কোন্ প্রাণীতে দেখা যায় ?
উত্তর: প্যাডেল—সিরনিয়া, ফ্লিপার—তিমি।
★★★প্রশ্ন:১০
একটি অস্থায়ী পরজীবীর উদাহরণ দাও।
উত্তর: স্ত্রী মশা, জোঁক।
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৫০[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ৫২[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment