সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✵✵✵✵প্রশ্ন:১
জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে দুটি প্রাকৃতিক পদ্ধতির নাম লেখাে।
উত্তর: নিরাপদ সময় (safe period), তুলে নেওয়া পদ্ধতি (withdrawl method)।
✵✵✵✵প্রশ্ন:২
HIV কথাটির পুরাে অর্থ কী ?
উত্তর: Human Immuno deficiency Virus.
✵✵✵✵প্রশ্ন:৩
কনডােম, ডায়াফ্রাম, সারভাইক্যাল ক্যাপ ইত্যাদি কোন্ প্রকৃতির গর্ভনিরােধক ব্যবস্থা ?
উত্তর: এগুলি ব্যারিয়ার বা বাধাদায়ক পদ্ধতি।
✵✵✵✵প্রশ্ন:৪
বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি কী প্রকৃতির হয় ?
উত্তর: প্রচ্ছন্ন জিন।
✵✵✵✵প্রশ্ন:৫
Zidovudinen নামক ওষুধটি কোন্ রােগে ব্যবহৃত হয় ?
উত্তর: AIDS.
✵✵✵✵প্রশ্ন:৬
এমন একটি মৌখিক গর্ভনিরােধক বড়ির নাম করাে যা সপ্তাহে একবার খেতে হয় ?
উত্তর: সহেলী।
✵✵✵✵প্রশ্ন:৭
HIV অনাক্রম্যতন্ত্রের কোন্ কোশকে আক্রমণ করে ?
উত্তর: হেল্পার T-কোশকে।
✵✵✵✵প্রশ্ন:৮
ভ্রূণের লিঙ্গ তথা বিপাকীয় ত্রুটি জানা যায় কোন্ পদ্ধতির সাহায্যে ?
উত্তর: অ্যামনিওসেনটেসিস।
✵✵✵✵প্রশ্ন:৯
কপার রিলিজ করে এমন একটি ইন্ট্রাইউটেরাইন ডিভাইসের নাম করাে।
উত্তর: কপার-T।
✵✵✵✵প্রশ্ন:১০
IUD কথাটির পুরাে অর্থ কী ?
উত্তর: Intra Uterine Device.
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ২[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment