বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQs
✶✶✶প্রশ্নঃ১
শ্রী নবরায়ন গুরু কে ছিলেন ?
উঃ
কেরালার বিখ্যাত সমাজ সংস্কারক ।
✶✶✶প্রশ্নঃ২
অ্যাকাডেমিক অ্যাসােসিয়েশনের সভাপতি কে ছিলেন ?
উঃ
ডেভিড হেয়ার ।
✶✶✶প্রশ্নঃ৩
তিন আইন পাশ করা হয় কত খ্রিস্টাব্দে ?
উঃ
১৮৭২ খ্রিস্টাব্দে ।
✶✶✶প্রশ্নঃ৪
কংগ্রেসকে " “microscopic minority of India” বলে কে , কবে উপহাস করেছিলেন ।
উঃ
লর্ড ডাফরিন , ১৮৮৭ খ্রিস্টাব্দে ।
✶✶✶প্রশ্নঃ৫
“ ইন্ডিয়ান লীগ ” কে গঠন করেন ?
উঃ
শিশির কুমার ঘােষ ।
✶✶✶প্রশ্নঃ৬
চরমপন্থীদের লক্ষ্য কি ছিল ?
উঃ
ব্রিটিশ নিয়ন্ত্রণমুক্ত পূর্ণ স্বাধীনতা অর্জন ।
✶✶✶প্রশ্নঃ৭
কে সর্বপ্রথম বয়কটের আদর্শ প্রচার করেন ?
উঃ
কৃষ্ণকুমার মিত্র ।
✶✶✶প্রশ্নঃ৮
বুড়িবালামের যুদ্ধ কবে হয়েছিল ?
উঃ
১৮১৫ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ।
✶✶✶প্রশ্নঃ৯
জাতীয় কংগ্রেসকে “ হিউম - ডাফরিন ষড়যন্ত্রের ফলশ্রুতি ” বলে কে অভিহীত করেছেন ?
উঃ
রজনীপাম দত্ত ।
✶✶✶প্রশ্নঃ১০
ভারতসভা কবে , কে প্রতিষ্ঠা করেন ?
উঃ
১৮৭৬ খ্রিস্টাব্দে , সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
পরবর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Comments
Post a Comment