সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
⚘⚘⚘প্রশ্ন:১
ডিম্বক কাকে বলে ?
উত্তর: ডিম্বক ত্বক দ্বারা আবৃত অপরিপক্ক স্ত্রীরেণুস্থলীকে ডিম্বক বলে।
⚘⚘⚘প্রশ্ন:২
জরায়ুর মধ্যে ভ্ৰূণ কতদিন ধরে লালিতপালিত হয় ?
উত্তর: 9 মাস 10 দিন (280 দিন)।
⚘⚘⚘প্রশ্ন:৩
অ্যানথার কাকে বলে ?
উত্তর: পুংকেশরের পুংদণ্ডের ওপর যে থলির মতাে অংশটি যুক্ত থাকে।
⚘⚘⚘প্রশ্ন:৪
কারা মিলিত হয়ে সস্য গঠন করে ?
উত্তর: দুটি গৌণ নিউক্লিয়াস এবং একটি পুংগ্যামেট।
⚘⚘⚘প্রশ্ন:৫
ডিম্বক মূল কী ?
উত্তর: ডিম্বকের যে অংশ থেকে ডিম্বক ত্বক উৎপন্ন হয়।
⚘⚘⚘প্রশ্ন:৬
ল্যাক্টোজেনিক হরমােনটির নাম লেখাে ।
উত্তর: প্রােল্যাকটিন/লিউটোট্রপিন।
⚘⚘⚘প্রশ্ন:৭
গর্ভদণ্ড কাকে বলে ?
উত্তর: গর্ভকেশরের গর্ভমুণ্ড ও ডিম্বাশয়ের মাঝখানের সরু বৃন্তসদৃশ অংশ।
⚘⚘⚘প্রশ্ন:৮
40 সপ্তাহের শেষে একজন সুস্থ স্বাভাবিক শিশুর ওজন কত হয় ?
উত্তর: প্রায় 3 কেজি।
⚘⚘⚘প্রশ্ন:৯
পুংদণ্ড কী ?
উত্তর: পুংকেশরের যে সরু অংশে পরাগধানী সংলগ্ন থাকে।
⚘⚘⚘প্রশ্ন:১০
ডিম্বক বৃন্ত কী ?
উত্তর: যে বৃন্তের সাহায্যে ডিম্বক অমরার সঙ্গে সংলগ্ন থাকে।
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ১০[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs - সেট ১২[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment