বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
⚘⚘⚘প্রশ্ন:১
বংশগতিতে 2:1 অনুপাতে অপত্য সৃষ্টির ঘটনা কেন ঘটে ?
উত্তর: লিথ্যাল জিনের প্রভাবে।
⚘⚘⚘প্রশ্ন:২
ইউজেনিক্স (Eugenics) শব্দটি কে প্রথম প্রবর্তন করেন ?
উত্তর: বিজ্ঞানী গ্যালটন (Galton, 1883)।
⚘⚘⚘প্রশ্ন:৩
কোশ বিভাজনকালে জিনের খণ্ডের আদান প্রদানের ঘটনাকে কী বলা হয় ?
উত্তর: ক্রসিং ওভার।
⚘⚘⚘প্রশ্ন:৪
মানুষের লিঙ্গ নির্ধারণে কোন্ ক্রোমোজোম মুখ্য ভূমিকা পালন করে ?
উত্তর: Y ক্রোমোজোম।
⚘⚘⚘প্রশ্ন:৫
খ্রিস্টমাস রােগ (Christmas disease) কাকে বলে ?
উত্তর: হিমােফিলিয়া-B।
⚘⚘⚘প্রশ্ন:৬
‘ক্রোমােজোম’ (Chromosme) নামকরণ কে করেন ?
উত্তর: ডব্লিউ ওয়ালডেয়ার ।
⚘⚘⚘প্রশ্ন:৭
বংশগতিতে ‘স্বাধীনবিন্যাস সূত্রের’ ব্যতিক্রমী ঘটনা কোনটি ?
উত্তর: লিংকেজ।
⚘⚘⚘প্রশ্ন:৮
RrYy জিনােটাইপযুক্ত জীবের স্বনিষেক ঘটালে RRYY জিনােটাইপযুক্ত জীব কোন্ অনুপাতে সৃষ্টি হবে ?
উত্তর: 1/16.
⚘⚘⚘প্রশ্ন:৯
একই দেহে ডিম্বাণু ও শুক্রাণু উৎপাদনের পদ্ধতিকে কী বলে ?
উত্তর: হারমােক্রোডাইটিজম।
⚘⚘⚘প্রশ্ন:১০
মানুষের একটি অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত বিশৃঙ্খলার উদাহরণ দাও।
উত্তর: ফিনাইলকিটোনিউরিয়া।
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

Comments
Post a Comment