ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার (১৭৬৫-১৮৫৬ খ্রি.)
👉প্রশ্ন:১
ওয়ারেন হেস্টিংস ‘অপমানজনক শান্তি’ আখ্যা দিয়েছিলেন—
(a) অমৃতসরের চুক্তিকে
(b) লাহােরের সন্ধিকে
(c) ম্যাঙ্গালােরের সন্ধিকে
(d) শ্রীরঙ্গপত্তমের সন্ধিকে
উত্তর: (C)
👉প্রশ্ন:২
সিভিল সার্ভিসের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ইংল্যান্ডে হেইলেবেরিতে তৈরি হয়েছিল—
(a) ট্রিনিটি কলেজ
(b) ইস্ট ইন্ডিয়া কলেজ
(c) ফোর্ট উইলিয়াম কলেজ
(d) সেন্ট জেভিয়ার্স কলেজ
উত্তর: (B)
👉প্রশ্ন:৩
পাঞ্জাবের রাজা দলীপ সিং ব্রিটিশ প্রশাসক ডালহৌসির কাছে পরাজিত হন—
(a) সদাশিরের যুদ্ধে
(b) চিলিয়ানওয়ালার যুদ্ধে
(c) সলভেরির যুদ্ধে
(d) তৈলিগাঁও-এর যুদ্ধে
উত্তর: (B)
👉প্রশ্ন:৪
মেকলে রচিত ভারতীয় পেনাল কোড প্রবর্তন করেন—
(a) এলিজা ইম্পে
(b) আলফ্রেড লায়াল
(c) ফিলিপ ফ্রান্সিস
(d) সিডনি আওয়েন
উত্তর: (A)
👉প্রশ্ন:৫
"বণিকের মানদণ্ড দেখা ছিল পেহালে শর্বরী রাজদণ্ডরুপে"-এই উক্তিটি হল—
(a) দিজেন্দ্রলাল রায়ের
(b) অতুলপ্রসাদ সেনের
(c) কাজি নজরুল ইসলামের
(d) রবীন্দ্রনাথ ঠাকুরের
উত্তর: (D)
👉প্রশ্ন:৬
ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়—
(a) ডালহৌসিকে
(b) বেন্টিঙ্ককে
(c) কর্নওয়ালিশকে
(d) ওয়েলেসলিকে
উত্তর: (C)
👉প্রশ্ন:৭
ব্রিটিশ কোম্পানির প্রভাবশালী ব্যক্তি ও তাদের আত্মীয়স্বজনকে সেনাবিভাগে নিয়ােগের জন্য গঠিত হয়—
(a) বার্ন কোম্পানি
(b) মার্টিন কোম্পানি
(c) ম্যাকেঞ্জি কোম্পানি
(d) ক্যাডেটস কোম্পানি
উত্তর: (D)
👉প্রশ্ন:৮
নেপাল যুদ্ধের পর (১৮১৬ খ্রি.) ব্রিটিশ শাসক অক্টারলোনি ও গোর্খা নেতা অমর বাহাদুর থাপার মধ্যে স্বাক্ষরিত হয়—
(a) ইয়ান্দাবুর সন্ধি
(b) গন্ডামার্কের সন্ধি
(c) লাহােরের সন্ধি
(d) সগৌলির সন্ধি
উত্তর: (D)
👉প্রশ্ন:৯
আফগান আমির শের আলি ও ব্রিটিশ বড়ােলাট লিটন উভয়ে স্বাক্ষর করেন—
(a) ইয়ান্দাবুর সন্ধি
(b) গন্ডামার্কের সন্ধি
(c) লাহােরের সন্ধি
(d) সগৌলির সন্ধি
উত্তর: (B)
👉প্রশ্ন:১০
পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল—
(a) ১৭৬১
(b) ১৭৭১
(c) ১৭৮১
(d) ১৭৯১
উত্তর: (A)
⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓
📌আরো দেখুন
⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓
Comments
Post a Comment