পরিবেশ বিজ্ঞান>>>বিবিধ
✶✶✶প্রশ্ন:১
একবিংশ শতাব্দীতেও বিশ্বে নিরক্ষর মানুষের সংখ্যা প্রায়—
(a) ১০০ কোটি
(b) ১৫০ কোটি
(c) ২২৫ কোটি
উত্তর: B
✶✶✶প্রশ্ন:২
প্রচলিত শক্তির উৎসগুলির মধ্যে দূষণহীন বিদ্যুৎ শক্তি পাওয়া যায়—
(a) তাপবিদ্যুৎ থেকে
(b) জলবিদ্যুৎ থেকে
(c) পারমাণবিক বিদ্যুৎ থেকে
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৩
পরিবেশের ওপর আদি মানবজাতির প্রভাব ছিল—
(a) অপরিসীম
(b) নগণ্য
(c) উল্লেখযােগ্য
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৪
‘মেলানােসিস’ রােগটির উৎপত্তির কারণ—
(a) ফ্লুরাইড দূষণ
(b) আর্সেনিক দূষণ
(c) ক্যাডমিয়াম দূষণ
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৫
সংক্রামিত জল সরবরাহের ফলে মহামারি হিসেবে দেখা দিতে পারে—
(a) যক্ষ্মা
(b) কুষ্ঠ
(c) কলেরা
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৬
১৯৮৭ সালের ১৬ ই সেপ্টেম্বর বিশ্বের ১১ টি দেশ পরিবেশ সংক্রান্ত যে চুক্তিতে আবদ্ধ হয়েছে,তা হলো—
(a) কিয়ােটো চুক্তি
(b) মন্ট্রিল চুক্তি
(c) বসুন্ধরা চুক্তি
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৭
গত ৫০ বছরে সাহারা মরুভূমির আয়তন—
(a) বেড়েছে
(b) কমেছে
(c) অপরিবর্তিত রয়েছে
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৮
বনভূমির দ্বারা আচ্ছাদিত থাকা দরকার পৃথিবীর স্থলভাগের অন্তত—
(a) শতকরা ৫০ ভাগ
(b) শতকরা ১০ ভাগ
(c) শতকরা ৩০ ভাগ
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৯
ত্বকের ক্যানসারের জন্য দায়ী—
(a) গ্লোবাল ওয়ার্মিং
(b) ওজোনস্তরের ক্ষয়
(c) অ্যাসিড রেন
উত্তর: B
✶✶✶প্রশ্ন:১০
বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বাড়ায় পৃথিবীর গড় উষ্মতা—
(a) বাড়ছে না
(b) বাড়ছে
(c) হ্রাস পাচ্ছে
উত্তর: B
পরিবেশ বিজ্ঞান >> বিবিধ সেট ১[PREV]
Comments
Post a Comment