নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQs
✶✶✶প্রশ্ন ১
'গান্ধী বুড়ি' নাম কে পরিচিত ছিলেন ?
উত্তর।
মাতঙ্গিনী হাজরা।
✶✶✶প্রশ্ন ২
কে ডাক দিয়েছিলেন - 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' ?
উত্তর।
গান্ধীজি।
✶✶✶প্রশ্ন ৩
"দিল্লি চলো" ডাক কে দিয়েছিলেন ?
উত্তর।
নেতাজি সুভাষচন্দ্র বসু।
✶✶✶প্রশ্ন ৪
'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব'- কে বলেছিলেন ?
উত্তর।
নেতাজি সুভাষচন্দ্র বসু।
✶✶✶প্রশ্ন ৫
সুভাষচন্দ্র কবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন ?
উত্তর।
১৯৪৩ খ্রিস্টাব্দের ২৫ অগাস্ট।
✶✶✶প্রশ্ন ৬
আজাদ হিন্দ বাহিনী কবে ভারতে অভিযান শুরু করেছিল ?
উত্তর।
১৯৪৪ খ্রিস্টাব্দে।
✶✶✶প্রশ্ন ৭
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর।
তোজো।
✶✶✶প্রশ্ন ৮
কার নির্দেশে নৌ - বিদ্রোহীরা আত্মসমর্পণ করেন ?
উত্তর।
সর্দার বল্লভভাই প্যাটেল।
✶✶✶প্রশ্ন ৯
স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর।
চক্রবর্তী রাজাগোপালাচারী।
✶✶✶প্রশ্ন ১০
ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর।
লর্ড মাউন্টব্যাটেন।
✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶
পূর্ববর্তী সেটের জন্য এখানে করুন।
✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶
পরবর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶
Comments
Post a Comment