বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQs
✶✶✶প্রশ্ন ১
'গান্ধী বুড়ি' নাম কে পরিচিত ছিলেন ?
উত্তর।
মাতঙ্গিনী হাজরা।
✶✶✶প্রশ্ন ২
কে ডাক দিয়েছিলেন - 'করেঙ্গে ইয়া মরেঙ্গে' ?
উত্তর।
গান্ধীজি।
✶✶✶প্রশ্ন ৩
"দিল্লি চলো" ডাক কে দিয়েছিলেন ?
উত্তর।
নেতাজি সুভাষচন্দ্র বসু।
✶✶✶প্রশ্ন ৪
'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব'- কে বলেছিলেন ?
উত্তর।
নেতাজি সুভাষচন্দ্র বসু।
✶✶✶প্রশ্ন ৫
সুভাষচন্দ্র কবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন ?
উত্তর।
১৯৪৩ খ্রিস্টাব্দের ২৫ অগাস্ট।
✶✶✶প্রশ্ন ৬
আজাদ হিন্দ বাহিনী কবে ভারতে অভিযান শুরু করেছিল ?
উত্তর।
১৯৪৪ খ্রিস্টাব্দে।
✶✶✶প্রশ্ন ৭
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর।
তোজো।
✶✶✶প্রশ্ন ৮
কার নির্দেশে নৌ - বিদ্রোহীরা আত্মসমর্পণ করেন ?
উত্তর।
সর্দার বল্লভভাই প্যাটেল।
✶✶✶প্রশ্ন ৯
স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর।
চক্রবর্তী রাজাগোপালাচারী।
✶✶✶প্রশ্ন ১০
ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর।
লর্ড মাউন্টব্যাটেন।
✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶
পূর্ববর্তী সেটের জন্য এখানে করুন।
✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶
পরবর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶

Comments
Post a Comment