স্থিতিশীল উন্নয়ন
✶✶✶প্রশ্ন:১
বিশেষভাবে সম্পদ আহরণ এবং অর্থনৈতিক প্রতিযােগিতা বেড়েছিল—
(a) প্রথম বিশ্বযুদ্ধের পর
(b) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
(c) কৃষি বিপ্লবের পর
উত্তর: B
✶✶✶প্রশ্ন:২
‘একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে এর পরিবেশের সুস্থিতির ওপর’—এই কথাগুলাে বলেছিলেন—
(a) অমর্ত্য সেন
(b) মন্ত্রী চাণক্য
(c) চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৩
অর্থনীতির ইতিহাস থেকে জানা যায় যে যেকোনাে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দায়ী—
(a) প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের অপব্যবহার
(b) সামাজিক ও অর্থনৈতিক অপব্যবহার
(c) রাজনৈতিক ও অর্থনৈতিক অপব্যবহার
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৪
আমাদের অস্তিত্ব, জীবনধারা ও অর্থনীতি সম্পূর্ণভাবে নির্ভরশীল—
(a) মানুষ ও পরিবেশের ওপর
(b) রাজনীতি ও মানুষের ওপর
(c) প্রকৃতি ও সম্পদের ওপর
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৫
মালি সভ্যতার পতনের কারণ ছিল—
(a) আবহ পরিবর্তনজনিত বিপর্যয়
(b) প্রাকৃতিক বিপর্যয়
(c) অসুখজনিত বিপর্যয়
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৬
প্রাকৃতিক বাস্তুতন্ত্র ও জীবমণ্ডলের বস্তু ও পরিবেশের সহনযােগ্য প্রয়ােগই—
(a) চিরস্থায়ী উন্নয়ন
(b) অস্থায়ী উন্নয়ন
(c) সুস্থায়ী উন্নয়ন
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৭
শিল্প সংস্থাগুলাের পরিবেশ সংরক্ষণের দায়বদ্ধতা সুনিশ্চিত করে—
(a) আই.এস.ও 4000 বিধিগ্রহণ
(b) আই.এস.ও 3000 বিধিগ্রহণ
(c) আই.এস.ও 14000 বিধিগ্রহণ
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৮
জনবসতি সামগ্রিকভাবে শুরু থেকেই প্রভাবিত হয় প্রাকৃতিক—
(a) ভূমি সম্পদের দ্বারা
(b) খনিজ সম্পদের দ্বারা
(c) জলসম্পদের দ্বারা
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৯
বাতাস,জল,মাটি,বন্যপ্রাণী,খনিজ পদার্থ, প্রাকৃতিক শােধনক্রিয়া ও পুনর্ব্যবহারকে একসঙ্গে বলা হয়—
(a) পার্থিব মূলধন
(b) সৌর মূলধন
(c) সম্পদ মূলধন
উত্তর: A
✶✶✶প্রশ্ন:১০
বিভিন্ন সভ্যতা পতনের অন্যতম কারণ হলাে—
(a) আবহ পরিবর্তন
(b) পরিবেশ অব্যবস্থা
(c) আবহ পরিবর্তন ও পরিবেশ অব্যবস্থা
উত্তর: C
Comments
Post a Comment