স্থিতিশীল উন্নয়ন
✶✶✶প্রশ্ন:১
পরিবেশ সুস্থ রাখার সময় খরচ বহন করবে—
(a) দূষণকারী সংস্থা
(b) স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা
(c) দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ
উত্তর: A
✶✶✶প্রশ্ন:২
অধিকাংশ সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে—
(a) ধাতু সভ্যতা হিসেবে
(b) জল সভ্যতা হিসেবে
(c) ওপরের দুটিই
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৩
সম্পদ আহরণ ও অর্থনৈতিক বিকাশের প্রতিযােগিতা শুরু হয় প্রধানত—
(a) প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে
(b) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে
(c) শিল্প-বিপ্লবের পর থেকে
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৪
পুনর্নবীকরণযােগ্য সম্পদ কোনটি ?
(a) বনসম্পদ
(b) লােহা
(c) জীবাশ্ম
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৫
পূর্বেকার বর্ধিষ্ণু অঞ্চলগুলাের প্রধান সমস্যা হয়েছিল—
(a) প্রাকৃতিক সম্পদের প্রতি অবহেলা
(b) পরিবেশের প্রতি অবহেলা
(c) প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের প্রতি অবহেলা
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৬
পার্থিব মূলধন বলতে বােঝায়—
(a) সৌরশক্তি
(b) মহাজাগতিক ধূলিকণা
(c) বায়ু, জল, বন্যপ্রাণী ইত্যাদি
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৭
আমাদের অস্তিত্ব, জীবনধারা ও অর্থনীতি সম্পূর্ণভাবে নির্ভরশীল—
(a) মানুষ ও পরিবেশের ওপর
(b) সূর্য ও পৃথিবীর ওপর
(c) প্রকৃতি ও সম্পদের ওপর
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৮
সুস্থায়ী উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলাে—
(a) প্রাযুক্তিক উদ্ভাবন
(b) নগরায়ণ
(c) জৈববৈচিত্র্য
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৯
সুস্থায়ী উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয় হলাে—
(a) প্রাযুক্তিক উদ্ভাবন
(b) সরকারের ভূমিকা
(c) প্রাযুক্তিক উদ্ভাবন ও সরকারের ভূমিকা
উত্তর: C
✶✶✶প্রশ্ন:১০
ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠের জলের যথাযথ ব্যবহারের অভাবে—
(a) জল লবণাক্ত হয়েছে
(b) ভূমি শুষ্ক হয়ে মরুভূমিতে পরিণত হয়েছে
(c) (a) ও (b) উভয়েই
উত্তর: C
Comments
Post a Comment