স্থিতিশীল কৃষিব্যবস্থা
✶✶✶প্রশ্ন:১
রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বা অনুজীবের জিনে আছে—
(a) নাইট্রোজেন সংযুক্তিকরণের বিশেষগুণ
(b) কীটনাশক ক্ষমতা
(c) প্রতিকূল অবস্থা প্রতিরােধীগুণ
উত্তর: A
✶✶✶প্রশ্ন:২
অত্যধিক চাষবাসের ফলে—
(a) ভূমিক্ষয় বৃদ্ধি পায়
(b) মরুভূমিকরণ হয়
(c) ওপরের দুটি ঘটনাই ঘটে
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৩
উন্নয়নশীল দেশে নিবিড় কৃষিকাজ—
(a) পরিবেশের উন্নতি ঘটাচ্ছে
(b) পরিবেশ নষ্ট করছে
(c) পরিবেশের স্থিতাবস্থা রক্ষা করছে
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৪
হাৰ্বিসাইড হলাে—
(a) আগাছানাশক রাসায়নিক পদার্থ
(b) জীবাণুনাশক রাসায়নিক পদার্থ
(c) ভাইরাসনাশক রাসায়নিক পদার্থ
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৫
ফাংগাস বা অনুছত্রাক কার্যকর হতে পারে—
(a) কীটপতঙ্গ দমনে
(b) আগাছানাশক হিসাবে
(c) জমির উর্বরতা বৃদ্ধি ঘটাতে
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৬
সারা বছর ধরে পরিকল্পিতভাবে একরে পর এক বিভিন্ন শস্যের চাযকে শস্যের—
(a) আবর্তন চাষ বলে
(b) মিশ্র চাষ বলে
(c) ওপরের কোনােটিই নয়
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৭
ব্যাসিলাস থুরিনজিয়েনশিস একটি—
(a) রােগজীবাণু
(b) পরজীবী
(c) অযৌন জননবীজ সৃষ্টিকারী অনুজীব বা ব্যাকটেরিয়া
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৮
সমীক্ষা থেকে জানা গেছে যে উত্তর নাইজিরিয়ায় মিশ্র চাষ হয়ে থাকে—
(a) 80 ভাগের বেশি শস্য ক্ষেত্রে
(b) 70 ভাগের বেশি শস্য ক্ষেত্রে
(c) 60 ভাগের বেশি শস্য ক্ষেত্রে
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৯
সারা বছর ধরে একই জমিতে বিভিন্ন শস্যের আবর্তন চাষ করলে—
(a) জমির উর্বরতা কমে যায়
(b) শস্যের উৎপাদন বেশি হয়
(c) শস্যের উৎপাদন কম হয়
উত্তর: B
✶✶✶প্রশ্ন:১০
ইন্দোনেশিয়াতে লক্ষ লক্ষ টন চাষ নষ্ট হয়েছিল—
(a) টুংরাে ভাইরাস রােগে
(b) আগাছার আক্রমণে
(c) অজানা ভাইরাসের আক্রমণে
উত্তর: A
স্থিতিশীল কৃষিব্যবস্থা সেট ৬[PREV]
Comments
Post a Comment