স্থিতিশীল কৃষিব্যবস্থা
✶✶✶প্রশ্ন:১
জমিতে অত্যধিক মাত্রায় জলসেচের ফলে জমি—
(a) লবণাক্ত হয়ে যায়
(b) আম্লিক হয়ে পড়ে
(c) আগাছায় ভরে যায়
উত্তর: A
✶✶✶প্রশ্ন:২
অত্যধিক রাসায়নিক সার প্রয়ােগে—
(a) জমির অম্লত্ব বৃদ্ধি পায়
(b) জমি লবণাক্ত হয়ে যায়
(c) মাটির ক্ষারত্ব বৃদ্ধি পায়
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৩
ভূমিক্ষয় ও মরুভূমিকরণের অন্যতম কারণ হলাে—
(a) অত্যধিক চাষবাস
(b) অতিরিক্ত মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার
(c) সেচের অভাব
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৪
পরিবেশ অনুকূল কৃষি ব্যবস্থা—
(a) বেশিদিন চলে না
(b) দ্রুত ভেঙে পড়ে
(c) সুস্থায়ী হয়
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৫
যেসব ব্যাকটেরিয়া বায়ুর নাইট্রেট যৌগকে নাইট্রোজেন গ্যাসে রূপান্তরে সক্ষম তাদের বলে—
(a) নাইট্রিফাইং ব্যাকটেরিয়া
(b) ডি-নাইট্রিফাইং ব্যাকটেরিয়া
(c) অ্যামােনিফাইং ব্যাকটেরিয়া
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৬
নাতিশীতোষ্ণ দেশে দানা শস্যের শসন ক্রিয়ার হার—
(a) সালােকসংশ্লেষের 35 শতাংশ
(b) সালােকসংশ্লেষের 25 শতাংশ
(c) সালােকসংশ্লেষের 15 শতাংশ
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৭
জৈব কীটনাশক হিসেবে বেশির ভাগ ক্ষেত্রে ব্যবহূত হয়—
(a) ভাইরাস
(b) ব্যাকটেরিয়া
(c) শ্যাওলা
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৮
ক্রান্তীয় দেশে দানা শস্যের শ্বসন ক্রিয়ার হার—
(a) সালােকসংশ্লেষের 35 শতাংশ
(b) সালােকসংশ্লেষের 45 শতাংশ
(c) সালােকসংশ্লেষের 55 শতাংশ
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৯
মরুভূমিতে রূপান্তরকরণে এবং বিষাক্ততার কারণে নষ্ট হয়ে যাচ্ছে—
(a) 50 লক্ষ হেক্টর জমি
(b) 40 লক্ষ হেক্টর জমি
(c) 30 লক্ষ হেক্টর জমি
উত্তর: B
✶✶✶প্রশ্ন:১০
কীটপতঙ্গ রাসায়নিক কীটনাশকের প্রভাব এড়াতে পারে—
(a) প্রজনন বন্ধ করে
(b) প্রতিরােধ ক্ষমতা গড়ে তুলে
(c) মাটির মধ্যে আশ্রয় নিয়ে
উত্তর: B
স্থিতিশীল কৃষিব্যবস্থা সেট ৫[PREV]
স্থিতিশীল কৃষিব্যবস্থা সেট ৭[NEXT]
Comments
Post a Comment