বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
স্থিতিশীল কৃষিব্যবস্থা
✶✶✶প্রশ্ন:১
শােষণের পক্ষে অনুপযুক্ত অজৈব ফসফরাসকে শস্যগাছের পক্ষে শােষণের উপযুক্ত অবস্থায় পরিবর্তিত করে যে ব্যাকটেরিয়া—
(a) থিওব্যাসিলাস
(b) সায়ানােব্যাকটেরিয়া
(c) অ্যাজোটোব্যাকটর
উত্তর: A
✶✶✶প্রশ্ন:২
I.R. 36 ধানের কোন্ রােগ প্রতিরােধী ?
(a) বাদামি প্ল্যান্ট হপার
(b) টুংরাে ভাইরাস
(c) রাস্ট রােগ
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৩
কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়—
(a) গ্লোমাস
(b) অ্যাজোলা
(c) ব্যাসিলাস
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৪
ফসলের খেতে অ্যাজোটোব্যাকটর-এর মতাে অনুজীবের সংক্রমণ ঘটিয়ে বছরে নাইট্রোজেন সারের সাশ্রয় করা সম্ভব প্রায়—
(a) 25-35 কিলােগ্রাম
(b) 15-25 কিলােগ্রাম
(c) 5-15 কিলােগ্রাম
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৫
অ্যাজোলা প্রচুর পরিমাণে ধানের খেতে জৈবসার হিসেবে ব্যবহৃত হয়—
(a) চিনে
(b) ভিয়েতনামে
(c) মালয়েশিয়াতে
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৬
জৈব কীটনাশক হিসেবে বেশির ভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়—
(a) ব্যাকটেরিয়া
(b) ভাইরাস
(c) শ্যাওলা
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৭
পরিবেশ অনুকূল কৃষি ব্যবস্থা—
(a) সুস্থায়ী হয় না
(b) সুস্থায়ী হয়
(c) উৎপাদন কমিয়ে দেয়
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৮
লেগ হিমােগ্লোবিন পাওয়া যায়—
(a) ব্যাসিলাসে
(b) পাখিতে
(c) রাইজোবিয়ামে
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৯
রাসায়নিক নির্ভর কৃষির সঙ্গে সারা পৃথিবীতে যুক্ত হয়েছে—
(a) জীবাশ্ম জ্বালানি নির্ভর কৃষিব্যবস্থা
(b) শ্রম নির্ভর কৃষিব্যবস্থা
(c) বিদ্যুৎ নির্ভর কৃষিব্যবস্থা
উত্তর: A
✶✶✶প্রশ্ন:১০
অ্যাজোলা ভারতে জনপ্রিয় হতে পারেনি তার কারণ হলাে—
(a) অধিক উষ্ণতা ও কীটপতঙ্গের আক্রমণ
(b) প্রচুর পরিমাণে জলসেচ দরকার
(c) ওপরের দুটিই
উত্তর: C

Comments
Post a Comment