নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
স্থিতিশীল কৃষিব্যবস্থা
✶✶✶প্রশ্ন:১
শােষণের পক্ষে অনুপযুক্ত অজৈব ফসফরাসকে শস্যগাছের পক্ষে শােষণের উপযুক্ত অবস্থায় পরিবর্তিত করে যে ব্যাকটেরিয়া—
(a) থিওব্যাসিলাস
(b) সায়ানােব্যাকটেরিয়া
(c) অ্যাজোটোব্যাকটর
উত্তর: A
✶✶✶প্রশ্ন:২
I.R. 36 ধানের কোন্ রােগ প্রতিরােধী ?
(a) বাদামি প্ল্যান্ট হপার
(b) টুংরাে ভাইরাস
(c) রাস্ট রােগ
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৩
কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়—
(a) গ্লোমাস
(b) অ্যাজোলা
(c) ব্যাসিলাস
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৪
ফসলের খেতে অ্যাজোটোব্যাকটর-এর মতাে অনুজীবের সংক্রমণ ঘটিয়ে বছরে নাইট্রোজেন সারের সাশ্রয় করা সম্ভব প্রায়—
(a) 25-35 কিলােগ্রাম
(b) 15-25 কিলােগ্রাম
(c) 5-15 কিলােগ্রাম
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৫
অ্যাজোলা প্রচুর পরিমাণে ধানের খেতে জৈবসার হিসেবে ব্যবহৃত হয়—
(a) চিনে
(b) ভিয়েতনামে
(c) মালয়েশিয়াতে
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৬
জৈব কীটনাশক হিসেবে বেশির ভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়—
(a) ব্যাকটেরিয়া
(b) ভাইরাস
(c) শ্যাওলা
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৭
পরিবেশ অনুকূল কৃষি ব্যবস্থা—
(a) সুস্থায়ী হয় না
(b) সুস্থায়ী হয়
(c) উৎপাদন কমিয়ে দেয়
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৮
লেগ হিমােগ্লোবিন পাওয়া যায়—
(a) ব্যাসিলাসে
(b) পাখিতে
(c) রাইজোবিয়ামে
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৯
রাসায়নিক নির্ভর কৃষির সঙ্গে সারা পৃথিবীতে যুক্ত হয়েছে—
(a) জীবাশ্ম জ্বালানি নির্ভর কৃষিব্যবস্থা
(b) শ্রম নির্ভর কৃষিব্যবস্থা
(c) বিদ্যুৎ নির্ভর কৃষিব্যবস্থা
উত্তর: A
✶✶✶প্রশ্ন:১০
অ্যাজোলা ভারতে জনপ্রিয় হতে পারেনি তার কারণ হলাে—
(a) অধিক উষ্ণতা ও কীটপতঙ্গের আক্রমণ
(b) প্রচুর পরিমাণে জলসেচ দরকার
(c) ওপরের দুটিই
উত্তর: C
Comments
Post a Comment