স্থিতিশীল কৃষিব্যবস্থা
✶✶✶প্রশ্ন:১
উত্তরাঞ্চল রাজ্যে অবস্থিত জৈবমন্ডল সংরক্ষিত এলাকাটির নাম হলো—
(a) নকরেক
(b) কাঞ্চনজঙ্ঘা
(c) নন্দাদেবী
উত্তর: C
✶✶✶প্রশ্ন:২
বায়ুর নাইট্রোজেন আবদ্ধকারী গাছ হলাে—
(a) শিম জাতীয় গাছ
(b) ধান গাছ
(c) ভুট্টা গাছ
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৩
কীটনাশকের বিষে সারা বিশ্বে প্রতিবছর মারা যান প্রায়—
(a) 20,000 মানুষ
(b) 15,000 মানুষ
(c) 10,000 মানুষ
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৪
সবচেয়ে পুরােনাে লােকায়ত কৃষিবন পদ্ধতি হলাে—
(a) ঝুম চাষ
(b) শস্য চাষ
(c) মিশ্র চাষ
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৫
প্রতিবছর পৃথিবীতে চাষের অযােগ্য বলে বিবেচিত হচ্ছে—
(a) 80 লক্ষ হেক্টর চাষজমি
(b) 70 লক্ষ হেক্টর চাষজমি
(c) 60 লক্ষ হেক্টর চাষজমি
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৬
ঝুম পদ্ধতিতে চাষ করার ফলে—
(a) বন সংরক্ষণ হয়
(b) ভূমি সংরক্ষণ হয়
(c) বন সংরক্ষণ ও ভূমি সংরক্ষণ দুই হয়
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৭
ভূপৃষ্ঠের ওপর মাত্র 2.5 সেন্টিমিটার মৃত্তিকা তৈরি হতে সময় লাগে—
(a) 300-1000 বছর
(b) 200-1000 বছর
(c) 100-1000 বছর
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৮
প্রতি বছর সমগ্র বিশ্বে কীটনাশকের বিষে অসুস্থ হয়ে থাকেন—
(a) 4,00,000 মানুষ
(b) 5,00,000 মানুষ
(c) 6,00,000 মানুষ
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৯
কীটপােকার কীটনাশক প্রতিরােধী হয়ে ওঠার কারণ হলাে—
(a) কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার
(b) কীটনাশকের নিয়ন্ত্রিত ব্যবহার
(c) কীটনাশকের অল্প পরিমাণে ব্যবহার
উত্তর: A
✶✶✶প্রশ্ন:১০
প্রতিবছর ভূমিক্ষয়ের কবলে—
(a) 50 লক্ষ হেক্টর জমি
(b) 40 লক্ষ হেক্টর জমি
(c) 30 লক্ষ হেক্টর জমি
উত্তর: C
স্থিতিশীল কৃষিব্যবস্থা সেট ১[PREV]
স্থিতিশীল কৃষিব্যবস্থা সেট ৩[NEXT]
Comments
Post a Comment