সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✸✸✸✸প্রশ্ন:১
অপূর্ণ শুক্রাণুকে বলা হয়—
(a) স্পার্মাটোজোয়া
(b) স্পার্মাটিড
(c) সেকেন্ডারি স্পার্মাটোসাইট
(d) স্পার্মাটোগােনিয়
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:২
শিল্পক্ষেত্রে জৈবপ্রযুক্তির ব্যবহারকে বলে—
(a) রেড-বায়ােটেকনােলজি
(b) গ্রিন-বায়ােটেকনােলজি
(c) হােয়াইট-বায়ােটেকনােলজি
(d) ব্লু-বায়ােটেকনােলজি
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৩
একতন্ত্রী DNA দেখা যায়—
(a) রিও ভাইরাসে
(b) হারপিস ভাইরাসে
(c) প্যাপিলােমা ভাইরাসে
(d) ফাজ ভাইরাসে
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:৪
অস্টিয়ােক্লাস্ট কোশ একপ্রকার—
(a) ডেনড্রাইটিক কোশ
(b) মাস্ট কোশ
(c) ম্যাক্রোফাজ কোশ
(d) মনােসাইট কোশ
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৫
‘প্রকৃতির বৃক্ক’ বলা হয়—
(a) সমুদ্র ও জলাভূমিকে
(b) জলাভূমিকে
(c) সমুদ্রকে
(d) নদীকে
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:৬
দ্বিতন্ত্রী DNA-কে একতন্ত্রী DNA-তে পরিণত করে—
(a) টেলােমারেজ
(b) প্রাইমেজ
(c) গাইরেজ
(d) হেলিকেজ
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:৭
ভারতীয় দেশি ব্রিড হল—
(a) মিনৰ্কা
(b) আসিল
(c) কর্নিস
(d) প্লাইমাউথ রক
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:৮
সেন্ট্রোমিয়ারের ওপরে অবস্থিত চাকতির মতো, প্রােটিন দিয়ে তৈরি অংশটি হল—
(a) কাইনেটোকোর
(b) ক্রোমােনিমা
(c) ক্রোমাটিড
(d) স্যাটেলাইট
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:৯
মানুষের X ক্রোমােজোমের ট্রাইসােমি হলে কী ঘটে ?
(a) পাটাও সিনড্রোম
(b) ডাউন সিনড্রোম
(c) ক্লাইনফেল্টার সিনড্রোম
(d) টার্নার সিনড্রোম
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:১০
পক্ষীপরাগী ফুল হল—
(a) মানকচু
(b) পলাশ
(c) বাগানবিলাস
(d) ঝাঁজি
উত্তর: B
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ১৯[PREV]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment