সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✸✸✸✸প্রশ্ন:১
গেমিউলের মাধ্যমে জনন সম্পন্ন করে—
(a) dugesia sp.
(b) Hydra sp.
(c) Scypha sp.
(d) Spongilla sp.
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:২
মানবদেহে প্লাসমােডিয়াম-এর সংক্রামক দশাটি হল—
(a) উকাইনেটি
(b) হিপনােজয়েট
(c) স্পােরােজয়েট
(d) মেরােজয়েট
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৩
গনােরিয়া রােগের জন্য দায়ী অণুজীবের প্রকৃতি হল—
(a) ব্যাকটেরিয়া
(b) ছত্রাক
(c) প্রােটোজোয়া
(d) ভাইরাস
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:৪
হার্সি ও চেজ তাঁদের পরীক্ষার উপাদান হিসেবে ব্যবহার করেন—
(a) ব্যাকটেরিয়া-ল্যামডা ভাইরাস
(b) ব্যাকটেরিয়া-ফাজ ভাইরাস
(c) ব্যাকটেরিয়াল ভাইরাস
(d) ব্যাকটেরিয়া
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:৫
রিং ওয়ার্ম রােগের কারণ হল—
(a) প্রােটোজোয়া
(b) ছত্রাক
(c) গােলকৃমি
(d) চ্যাপটাকৃমি
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:৬
সমসংথ অঙ্গের উদাহরণ হল—
(a) বাদুড়ের ডানা ও পায়রার ডানা
(b) পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা
(c) বাবলার পর্ণবৃন্ত ও মটরের উপপত্র
(d) ফণীমনসার পর্ণকাণ্ড ও আদার গ্রন্থিকাণ্ড
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:৭
পরিণত টেস্টিস থেকে নিঃসৃত হরমােনের নাম—
(a) অ্যান্টিজেন
(b) ইমিউনােজেন
(c) গাইনােজেন
(d) অ্যান্ড্রোজেন
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:৮
প্রারম্ভিক কোডন হল—
(a) GGG
(b) UAG
(c) GUG
(d) UAA
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৯
প্লিয়ােট্রপির একটি উদাহরণ হল—
(a) কাস্তে কোশ রক্তাল্পতা
(b) মেগালােব্লাস্টিক রক্তাল্পতা
(c) পার্নিসাস রক্তাল্পতা
(d) সবকটি
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:১০
মধুতে বেশি পরিমাণে থাকে—
(a) ডেক্সট্রোজ
(b) সুক্রোজ
(c) ডেক্সট্রিন
(d) লিভুলােজ
উত্তর: D
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ১৮[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ২০[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment