সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✸✸✸✸প্রশ্ন:১
Bacillus thuringiensis হল—
(a) পতঙ্গ পেস্ট
(b) রােগসৃষ্টিকারী ছত্রাক
(c) নিমাটোড
(d) ব্যাকটেরিয়া
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:২
পাখিদের সেক্স ক্রোমােজোম হয়—
(a) ZZ-ZW
(b) ZZ-WW
(c) XX-XY
(d) XO-XX
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:৩
ভাসমান জলজ উদ্ভিদ—
(a) নাজাম
(b) ওটেলিয়া
(c) পানিফল
(d) খুদিপানা
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:৪
ট্যাপেটাম লক্ষ করা যায়—
(a) পরাগধানীর প্রাচীরে
(b) স্ত্রী গ্যামেটোফাইটে
(c) পুং গ্যামেটোফাইটে
(d) ডিম্বাশয়ের প্রাচীরে
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:৫
আমেরিকান ব্রিড হল—
(a) ওয়েনডট
(b) অস্ট্রালর্প
(c) ব্রামা
(d) ঘাগুস
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:৬
ইনট্রা ইউটেরাইন ডিভাইস (IUDS) থেকে কপারের নির্গমন ঘটে—
(a) জরায়ুতে রােপণের অনুপযােগী করার জন্য
(b) ডিম্ব নিঃসরণ প্রতিহত করার জন্য
(c) শুক্রাণুর স্বতশ্চলতা দমিত করার জন্য
(d) শুক্রাণুর আগ্রাসন প্রক্রিয়া বৃদ্ধির জন্য
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৭
জেরােফাইট উদ্ভিদ হল—
(a) পাতাশ্যাওলা
(b) বাবলা
(c) জাম
(d) পদ্ম
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:৮
শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ায় নীচের কোনটি থেকে সরাসরি শুক্রাণু উৎপন্ন হয় ?
(a) শুক্রাশয়ের প্রজনন কোশ
(b) অপূর্ণ শুক্রাণু
(c) গৌণ পরশুক্রাণু
(d) প্রাথমিক পরশুক্রাণু
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:৯
খরা এড়িয়ে চলা উদ্ভিদ—
(a) বাবলা
(b) ফণীমনসা
(c) শেয়ালকাঁটা
(d) জুনৰ্নন্ডা
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:১০
RNA থেকে উৎপাদিত DNA-কে কী বলে ?
(a) Z-DNA
(b) e-DNA
(c) b-DNA
(d) a-DNA
উত্তর: D
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ১০[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ১২[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment