সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✸✸✸✸প্রশ্ন:১
কপার টি প্রতিস্থাপন করা হয়—
(a) যােনিতে
(b) ফ্যালােপিয়ান টিউবে
(c) জরায়ুতে
(d) শুক্রাশয়ে
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:২
গর্ভবতী মহিলার ক্ষেত্রে দেওয়া হয়—
(a) BCG
(b) OPV
(c) DPT
(d) TT1
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:৩
ক্রোমােজোমের সুতাের মতাে অংশ—
(a) কাইনেটোকোর
(b) ক্রোমাটিড
(c) ক্রোমােমিয়ার
(d) ক্রোমােনিমা
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:৪
মৌমাছির স্ত্রী জিনােটাইপ—
(a) ZW
(b) XY
(c) ZZ
(d) YX
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:৫
ক্ৰিপুজকুলার হল—
(a) জোনাকি
(b) ইঁদুর
(c) প্রজাপতি
(d) খরগােশ
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:৬
আলােকরাসায়নিক ধোঁয়াশাতে সবচেয়ে বেশি পরিমাণ থাকে—
(a) CO
(b) CO2
(c) O3
(d) CH4
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৭
ব্রায়ােফাইটা ও টেরিডােফাইটার মধ্যে সংযােগরক্ষাকারী উদ্ভিদটি হল—
(a) নিটাম
(b) টেরিডােস্পার্ম
(c) ট্রিফার্ন
(d) রাইনিয়া
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:৮
ইউক্যারিওটে প্রারম্ভিক কোডনটি হল—
(a) GGC
(b) ASG
(c) CCU
(d) AUG
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:৯
শস্য বীজ হল—
(a) অ্যালিজমা
(b) মটর
(c) ছােলা
(d) ধান
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:১০
নদিয়ার অভয়ারণ্য—
(a) চাপরামারি
(b) বল্লভপুর
(c) বিভূতিভূষণ
(d) বেথুয়াডহরি
উত্তর: A
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ১১[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ১৩[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment