নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
প্রশ্নঃ১
আমেরিকা যুক্তরাষ্ট্রের পিটসবার্গ কোন শিল্পের জন্য বিখ্যাত ?উঃ
লৌহ ও ইস্পাত শিল্প ।
প্রশ্নঃ২
ভারতে বর্তমানে কয়টি জাতীয় সড়ক পথ আছে ?
উঃ
৫৫ টি ।
প্রশ্নঃ৩
কার্গো কাকে বলে ?
উঃ
যে সব জাহাজে কেবল মাত্র পন্যপরিবহন করা হয় তাকে কার্গো বলে ।
প্রশ্নঃ৪
বাস্তুতন্ত্র কথাটি প্রথম কে কবে ব্যবহার করেছিলেন ?
উঃ
1935 সালে A . G . Transley ( এ . জি .ট্যানসলে ) ।
প্রশ্নঃ৫
' Ecology ' কথাটি প্রথম কে কবে ব্যবহার করেছিলেন ?
উঃ
1869 সালে আর্নেষ্ট হেকেল্ এবং 1885 সালে হ্যান্স রিটার ।
প্রশ্নঃ৬
জীবমণ্ডল কি ?
উঃ
পৃথিবীর জল , স্থল , অন্ত্যরীক্ষে প্রাণের অস্তিত্বযুক্ত অঞ্চল হল জীবমণ্ডল ।
প্রশ্নঃ৭
জীবমণ্ডল কয় ভাগে বিভক্ত ।
উঃ
জীবমণ্ডল তিনটি প্রধান ভাগে বিভক্ত ।
প্রশ্নঃ৮
ভূ - অভ্যন্তরে জীবমণ্ডলের বিস্তার কতদূর পর্যন্ত হতে পারে ?
উঃ
ভূ - অভ্যন্তরে জীবমণ্ডলের বিস্তার 100 মিটার, সমুদ্রের গভীরে প্রায় 7 কি.মি এবং বায়ুমণ্ডলের মধ্যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 6 কি.মি উচ্চতা পর্যন্ত ।
প্রশ্নঃ৯
' ECO ' শব্দের অর্থ হল কি ?
উঃ
' ECO ' শব্দের অর্থ হল ‘ পরিবেশ।
প্রশ্নঃ১০
সালোকসংশ্লেষের জন্য সর্বাপেক্ষা প্রয়ােজনীয় উপাদান কি ?
উঃ
সূর্যালােক ও ক্লোরোফিল।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
Comments
Post a Comment