দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
প্রশ্নঃ১
আকন্দ কি প্রকৃতির গাছ ?উঃ
খরা সহ্যকারী গাছ ।
প্রশ্নঃ২
সুন্দরী কি প্রকৃতির উদ্ভিদ ?
উঃ
হ্যালােফাইট প্রকৃতির উদ্ভিদ ।
প্রশ্নঃ৩
ফণিমনসা কি প্রকৃতির উদ্ভিদ ?
উঃ
খরা প্রতিরােধকারী প্রকৃতির ।
প্রশ্নঃ৪
একটি উভচর প্রকৃতির উদ্ভিদের উদাহরণ দাও ?
উঃ
ধান , হােগলা প্রভৃতি ।
প্রশ্নঃ৫
এস . পি . এম . কথাটির পুরাে নাম কি ?
উঃ
Suspended Particulate Matters .
প্রশ্নঃ৬
ভারতের মােট আয়তনের প্রায় কত শতাংশ আবৃত ?
উঃ
১৯ . ৩৯ % ।
প্রশ্নঃ৭
ওজোন গহ্বর সৃষ্টির কারণ কি ?
উঃ
ক্লোরােফ্লুরাে কার্বনের অবাধ নিঃসরণ ।
প্রশ্নঃ৮
কোন জীবাণু অ্যানথ্রাক্স রােগ সৃষ্টি করে ?
উঃ
ব্যাসিলাস অ্যানথ্রাসিস জীবাণু !
প্রশ্নঃ৯
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
উঃ
ফিলিপিনস্ - এর ম্যানিলায় অবস্থিত ।
প্রশ্নঃ১০
আর্দ্রকৃষির অন্যতম প্রধান ফসল কি ?
উঃ
ধান ।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

Comments
Post a Comment