নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
প্রশ্নঃ১
আকন্দ কি প্রকৃতির গাছ ?উঃ
খরা সহ্যকারী গাছ ।
প্রশ্নঃ২
সুন্দরী কি প্রকৃতির উদ্ভিদ ?
উঃ
হ্যালােফাইট প্রকৃতির উদ্ভিদ ।
প্রশ্নঃ৩
ফণিমনসা কি প্রকৃতির উদ্ভিদ ?
উঃ
খরা প্রতিরােধকারী প্রকৃতির ।
প্রশ্নঃ৪
একটি উভচর প্রকৃতির উদ্ভিদের উদাহরণ দাও ?
উঃ
ধান , হােগলা প্রভৃতি ।
প্রশ্নঃ৫
এস . পি . এম . কথাটির পুরাে নাম কি ?
উঃ
Suspended Particulate Matters .
প্রশ্নঃ৬
ভারতের মােট আয়তনের প্রায় কত শতাংশ আবৃত ?
উঃ
১৯ . ৩৯ % ।
প্রশ্নঃ৭
ওজোন গহ্বর সৃষ্টির কারণ কি ?
উঃ
ক্লোরােফ্লুরাে কার্বনের অবাধ নিঃসরণ ।
প্রশ্নঃ৮
কোন জীবাণু অ্যানথ্রাক্স রােগ সৃষ্টি করে ?
উঃ
ব্যাসিলাস অ্যানথ্রাসিস জীবাণু !
প্রশ্নঃ৯
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
উঃ
ফিলিপিনস্ - এর ম্যানিলায় অবস্থিত ।
প্রশ্নঃ১০
আর্দ্রকৃষির অন্যতম প্রধান ফসল কি ?
উঃ
ধান ।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
Comments
Post a Comment