নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
প্রশ্নঃ১
ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কে ?
উঃ
MIC ।
প্রশ্নঃ২
'নীরব বসন্ত' বইটির লেখক কে ?
উঃ
শ্রীমতি র্যাচেল কার্সেন্ট ।
প্রশ্নঃ৩
' ফাণ্ডামেন্টালস্ অব ইকোলজি ’ বইটির লেখক কে ?
উঃ
বিজ্ঞানী ওডাম ।
প্রশ্নঃ৪
রামসার ক্ষেত্র বলতে কী বােঝায় ?
উঃ
জলাভূমি ।
প্রশ্নঃ৫
ইটাই - ইটাই রােগের কারণ কি ?
উঃ
ক্যাডমিয়ান দূষণ ।
প্রশ্নঃ৬
OPEC কবে গঠিত হয় ?
উঃ
1960 সালের 14ই জুলাই ।
প্রশ্নঃ৭
GATT এর Full form কি ?
উঃ
General Agrement of Tarif and Trade .
প্রশ্নঃ৮
চীনের ম্যাঞ্চেস্টার কোন অঞ্চলকে বলা হয় ?
উঃ
সাংহাই
প্রশ্নঃ৯
শিল্প স্থানিকতা তত্ত্বের প্রবর্তক এবং ন্যূনতম পরিবহন ব্যয় তত্ত্বের আবিষ্কারক কে ?
উঃ
আলফ্রেড ওয়েবার ।
প্রশ্নঃ১০
পৃথিবীর এবং ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোথায় ?
উঃ
যুক্তরাষ্ট্রের পিটসবার্গ এবং ভারতের ভিলাইয়ে ।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
Comments
Post a Comment