বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
প্রশ্নঃ১
ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কে ?
উঃ
MIC ।
প্রশ্নঃ২
'নীরব বসন্ত' বইটির লেখক কে ?
উঃ
শ্রীমতি র্যাচেল কার্সেন্ট ।
প্রশ্নঃ৩
' ফাণ্ডামেন্টালস্ অব ইকোলজি ’ বইটির লেখক কে ?
উঃ
বিজ্ঞানী ওডাম ।
প্রশ্নঃ৪
রামসার ক্ষেত্র বলতে কী বােঝায় ?
উঃ
জলাভূমি ।
প্রশ্নঃ৫
ইটাই - ইটাই রােগের কারণ কি ?
উঃ
ক্যাডমিয়ান দূষণ ।
প্রশ্নঃ৬
OPEC কবে গঠিত হয় ?
উঃ
1960 সালের 14ই জুলাই ।
প্রশ্নঃ৭
GATT এর Full form কি ?
উঃ
General Agrement of Tarif and Trade .
প্রশ্নঃ৮
চীনের ম্যাঞ্চেস্টার কোন অঞ্চলকে বলা হয় ?
উঃ
সাংহাই
প্রশ্নঃ৯
শিল্প স্থানিকতা তত্ত্বের প্রবর্তক এবং ন্যূনতম পরিবহন ব্যয় তত্ত্বের আবিষ্কারক কে ?
উঃ
আলফ্রেড ওয়েবার ।
প্রশ্নঃ১০
পৃথিবীর এবং ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোথায় ?
উঃ
যুক্তরাষ্ট্রের পিটসবার্গ এবং ভারতের ভিলাইয়ে ।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

Comments
Post a Comment