প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
ভারত ইতিহাসের ভৌগলিক উপাদান ও তার প্রভাব
প্রশ্ন:১
‘অর্থশাস্ত্র’ কে রচনা করেন ? এতে কোন রাজাদের রাজত্বকাল সম্পর্কে জানা যায় ?
উত্তর:
কৌটিল্য বা চাণক্য ‘অর্থশাস্ত্র’ রচনা করেন।এতে মৌর্য রাজাদের ইতিহাস জানা যায়।
প্রশ্ন:২
‘হর্ষচরিত’ এর রচয়িতা কে ? হর্ষবর্ধন রচিত দুটি গ্রন্থের নাম উল্লেখ করো।
উত্তর:
‘হর্ষচরিত’–এর রচয়িতা হলেন বাণভট্ট।হর্ষবর্ধন রচিত দুটি গ্রন্থের নাম হল—
(i) ‘নাগানন্দ’ ও
(ii) ‘রত্নাবলী’।
প্রশ্ন:৩
প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কী বোঝায় ? দুটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উদাহরণ দাও।
উত্তর:
প্রত্নতাত্ত্বিক নিদর্শন হল উৎখননের ফলে মাটির তলা থেকে বা মাটির ওপর থেকে আবিষ্কৃত অতীতকালে তৈরি বা অতীতে ব্যবহৃত জিনিসপত্র। দুটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হল—
(i) শিলালিপি ও (ii) মুদ্রা।
প্রশ্ন:৪
‘প্রবন্ধকোষ’ কে রচনা করেছিলেন ? এই গ্রন্থ থেকে কোন্ জায়গার ইতিহাস জানা যায় ?
উত্তর:
রাজশেখর ‘প্রবন্ধকোষ’ রচনা করেছিলেন। এই গ্রন্থ থেকে প্রাচীন গুজরাটের রাজনৈতিক ইতিহাস জানা যায়।
প্রশ্ন:৫
প্রাচীন ভারত-ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত ভারতের বাইরে আবিষ্কৃত দুটি লিপির নাম লেখো।
উত্তর:
প্রাচীন ভারত-ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত ভারতের বাইরে আবিষ্কৃত একটি লিপি হল বোঘাজ-কোই। আর একটি লিপির নাম নকস-ই-রুস্তম।
প্রশ্ন:৬
‘রাজতরঙ্গিনী’ কে রচনা করেন ? ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থে প্রাচীন ভারতের কোন্ রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে ?
উত্তর:
কলহন 'রাজতরঙ্গিনী’ রচনা করেন। ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থে কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে।
প্রশ্ন:৭
ভৌগোলিক অবস্থান অনুযায়ী প্রাচীন কালে ভারতের দক্ষিণ ভারত ও পূর্ব ভারত অংশের যে নামকরণ করা হয়েছিল তা উল্লেখ করো।
উত্তর:
দক্ষিণ ভারতের প্রাচীন নাম—দক্ষিণাপথ।
পূর্ব ভারতের প্রাচীন নাম—প্রাচ্য।
প্রশ্ন:৮
বাণভট্ট কে ছিলেন ? তাঁর লেখা দুটি গ্রন্থের নাম করো।
উত্তর:
বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। তাঁর লেখা দুটি গ্রন্থের নাম হল ‘হর্ষচরিত’ ও ‘কাদম্বরী’।
প্রশ্ন:৯
মেগাস্থিনিস কে ছিলেন ?
উত্তর:
মেগাস্থিনিস ছিলেন ভারতে আগত প্রথম গ্রিক দূত। তিনি সিরিয়ার গ্রিক রাজা সেলুকাসের রাষ্ট্রদূত হয়ে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন। তিনি ‘ইন্ডিকা’ গ্রন্থের রচয়িতা।
প্রশ্ন:১০
বৈদিক যুগে প্রচলিত দুটি মুদ্রার নাম উল্লেখ করো।
উত্তর:
বৈদিক যুগে প্রচলিত দুটি মুদ্রা হল—(i) মনা ও (ii) নিষ্ক। এই দুটি ছিল স্বর্ণমুদ্রা।
Comments
Post a Comment