ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
ভারত ইতিহাসের ভৌগলিক উপাদান ও তার প্রভাব
প্রশ্ন:১
‘অর্থশাস্ত্র’ কে রচনা করেন ? এতে কোন রাজাদের রাজত্বকাল সম্পর্কে জানা যায় ?
উত্তর:
কৌটিল্য বা চাণক্য ‘অর্থশাস্ত্র’ রচনা করেন।এতে মৌর্য রাজাদের ইতিহাস জানা যায়।
প্রশ্ন:২
‘হর্ষচরিত’ এর রচয়িতা কে ? হর্ষবর্ধন রচিত দুটি গ্রন্থের নাম উল্লেখ করো।
উত্তর:
‘হর্ষচরিত’–এর রচয়িতা হলেন বাণভট্ট।হর্ষবর্ধন রচিত দুটি গ্রন্থের নাম হল—
(i) ‘নাগানন্দ’ ও
(ii) ‘রত্নাবলী’।
প্রশ্ন:৩
প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কী বোঝায় ? দুটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উদাহরণ দাও।
উত্তর:
প্রত্নতাত্ত্বিক নিদর্শন হল উৎখননের ফলে মাটির তলা থেকে বা মাটির ওপর থেকে আবিষ্কৃত অতীতকালে তৈরি বা অতীতে ব্যবহৃত জিনিসপত্র। দুটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হল—
(i) শিলালিপি ও (ii) মুদ্রা।
প্রশ্ন:৪
‘প্রবন্ধকোষ’ কে রচনা করেছিলেন ? এই গ্রন্থ থেকে কোন্ জায়গার ইতিহাস জানা যায় ?
উত্তর:
রাজশেখর ‘প্রবন্ধকোষ’ রচনা করেছিলেন। এই গ্রন্থ থেকে প্রাচীন গুজরাটের রাজনৈতিক ইতিহাস জানা যায়।
প্রশ্ন:৫
প্রাচীন ভারত-ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত ভারতের বাইরে আবিষ্কৃত দুটি লিপির নাম লেখো।
উত্তর:
প্রাচীন ভারত-ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত ভারতের বাইরে আবিষ্কৃত একটি লিপি হল বোঘাজ-কোই। আর একটি লিপির নাম নকস-ই-রুস্তম।
প্রশ্ন:৬
‘রাজতরঙ্গিনী’ কে রচনা করেন ? ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থে প্রাচীন ভারতের কোন্ রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে ?
উত্তর:
কলহন 'রাজতরঙ্গিনী’ রচনা করেন। ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থে কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে।
প্রশ্ন:৭
ভৌগোলিক অবস্থান অনুযায়ী প্রাচীন কালে ভারতের দক্ষিণ ভারত ও পূর্ব ভারত অংশের যে নামকরণ করা হয়েছিল তা উল্লেখ করো।
উত্তর:
দক্ষিণ ভারতের প্রাচীন নাম—দক্ষিণাপথ।
পূর্ব ভারতের প্রাচীন নাম—প্রাচ্য।
প্রশ্ন:৮
বাণভট্ট কে ছিলেন ? তাঁর লেখা দুটি গ্রন্থের নাম করো।
উত্তর:
বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। তাঁর লেখা দুটি গ্রন্থের নাম হল ‘হর্ষচরিত’ ও ‘কাদম্বরী’।
প্রশ্ন:৯
মেগাস্থিনিস কে ছিলেন ?
উত্তর:
মেগাস্থিনিস ছিলেন ভারতে আগত প্রথম গ্রিক দূত। তিনি সিরিয়ার গ্রিক রাজা সেলুকাসের রাষ্ট্রদূত হয়ে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন। তিনি ‘ইন্ডিকা’ গ্রন্থের রচয়িতা।
প্রশ্ন:১০
বৈদিক যুগে প্রচলিত দুটি মুদ্রার নাম উল্লেখ করো।
উত্তর:
বৈদিক যুগে প্রচলিত দুটি মুদ্রা হল—(i) মনা ও (ii) নিষ্ক। এই দুটি ছিল স্বর্ণমুদ্রা।
Comments
Post a Comment