পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
চীনা টাইম্স কোন্ দেশের পত্রিকা ?
উত্তর: তাইওয়ান।
প্রশ্ন:২
লাহোর ষড়যন্ত্র মামলায় কাদের ফাঁসি দেওয়া হয়েছিল ?
উত্তর: ভগৎ সিং, রাজগুরু ও শুকদেব কে।
প্রশ্ন:৩
বিক্রমশীলা বিহার কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ধর্মপাল।
প্রশ্ন:৪
উদ্ভিদের কোন্ অংশ থেকে জাফরান (Saffron) পাওয়া যায় ?
উত্তর: গর্ভমুণ্ড।
প্রশ্ন:৫
অসহযোগ আন্দোলন কোন্ সালে শুরু হয়েছিল ?
উত্তর: 1920।
প্রশ্ন:৬
বিশ্বের প্রথম হিন্দি ভাষী রোবটের নাম কী ?
উত্তর: রশ্মি (Rashmi)।
প্রশ্ন:৭
‘No Spin’–এই আত্মজীবনী কোন্ কিংবদন্তি ক্রিকেটারের ?
উত্তর: শেন ওয়ার্নের।
প্রশ্ন:৮
জেট প্লেন বায়ুমন্ডলের কোন্ স্তরে দেখা যায় ?
উত্তর: স্ট্রাটোস্ফিয়ার।
প্রশ্ন:৯
ভারতের নেপোলিয়ান নামে কাকে অভিহিত করা হয় ?
উত্তর: সমুদ্রগুপ্ত।
প্রশ্ন:১০
পক-প্রণালী কোন্ দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে ?
উত্তর: ভারত ও শ্রীলঙ্কা।
Comments
Post a Comment