পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কোন্ রেশমমথের পোষক–উদ্ভিদ শাল ও কুল ?
উত্তর: তসর।
প্রশ্ন:২
মানুষের মূত্রে উপস্থিত প্রধান রেচন পদার্থ হল—
উত্তর: ইউরিয়া।
প্রশ্ন:৩
প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা—
উত্তর: 10 লক্ষ।
প্রশ্ন:৪
সিঙ্কোনা গাছ থেকে প্রাপ্ত ভেষজ ওষুধ হল—
উত্তর: কুইনাইন।
প্রশ্ন:৫
লসিকায় কোন্ শ্বেত রক্তকণিকা থাকে ?
উত্তর: লিম্ফোসাইট।
প্রশ্ন:৬
মরফিনের উৎস হল—
উত্তর: আফিং গাছের কাঁচা ফলের ত্বক।
প্রশ্ন:৭
মানবদেহের সবথেকে কঠিন বস্তু কোনটি ?
উত্তর: এনামেল।
প্রশ্ন:৮
রেসারপিন সর্পগন্ধা গাছের কোন্ অংশ থেকে পাওয়া যায় ?
উত্তর: মূল।
প্রশ্ন:৯
আমেরিকান পোলট্রি ব্রিড হল—
উত্তর: রোড আইল্যান্ড রেড।
প্রশ্ন:১০
একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ—
উত্তর: 5 লিটার।
Comments
Post a Comment