বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
ভারতে সুলতানি ও মোগল যুগের ইতিবৃত্ত
প্রশ্ন:১
‘কবুলিয়ত’ বলতে কী বোঝ ?
উত্তর:
প্রজারা রাজস্ব প্রদানের শর্ত স্বীকার করে (কবুল করে) সম্রাটকে যে দলিল দিত তা–ই ‘কবুলিয়ত’। শেরশাহ্ এই ব্যবস্থা প্রবর্তন করেন।
প্রশ্ন:২
‘দীন-ই-ইলাহী’ কে প্রবর্তন করেন ? এর মূল কথা কী ?
উত্তর:
সম্রাট আকবর ‘দীন-ই-ইলাহী’ প্রবর্তন করেন। এর মূল কথা হল সর্বধর্মসমন্বয়। সমস্ত ধর্মের সারবস্তু নিয়ে এই ধর্ম গঠিত ছিল।
প্রশ্ন:৩
কোন্ যুদ্ধে জয়লাভ করে আকবর দিল্লি অধিকার করেন ? এই যুদ্ধে কে পরাজিত হন ?
উত্তর:
পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে আকবর দিল্লি অধিকার করেন। এই যুদ্ধে হিমু পরাজিত হন।
প্রশ্ন:৪
জাহাঙ্গিরের পর কে মোগল সম্রাট হন ? তাজমহল কে নির্মাণ করেন ?
উত্তর:
জাহাঙ্গিরের পর মোগল সম্রাট হন শাহজাহান। সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন।
প্রশ্ন:৫
কোন্ কোন্ যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন ?
উত্তর:
হুমায়ুন শেরশাহের কাছে দুটি যুদ্ধে পরাজিত হয়েছিলেন। ১৫৩৯ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে এবং ১৫৪০ খ্রিস্টাব্দে কনৌজ বা বিল্বগ্রামের যুদ্ধে।
প্রশ্ন:৬
নূরজাহান ইতিহাসে বিখ্যাত কেন ?
উত্তর:
নূরজাহান ছিলেন জাহাঙ্গিরের পত্নী। তিনি ছিলেন রূপবতী, বুদ্ধিমতী এবং উচ্চাভিলাষিণী। তিনি জাহাঙ্গিরের রাজত্বকালে সমস্ত রাজনৈতিক ক্ষমতা করায়ত্ত করে ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে ‘নূরজাহান চক্র’ গড়ে তুলেছিলেন।
প্রশ্ন:৭
মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:
মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা হলেন শিবাজী।
প্রশ্ন:৮
শেরশাহের পূর্বনাম কী ছিল ? তিনি কীভাবে ‘শের খাঁ’ উপাধি লাভ করেন ?
উত্তর:
শেরশাহের পূর্বনাম ফরিদ খাঁ। তিনি বিহারের শাসক বহর খাঁ লোহানির অধীনে চাকরি করার সময় একটি বাঘ হত্যা করে শের খাঁ উপাধি লাভ করেন।
প্রশ্ন:৯
হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:
হলদিঘাটের যুদ্ধ ১৫৭৬ খ্রিস্টাব্দে আকবর ও মেবারের রানা প্রতাপসিংহের মধ্যে হয়েছিল। যুদ্ধে আকবরের পক্ষে সেনাপতি ছিলেন মানসিংহ।
প্রশ্ন:১০
‘পাট্টা’ বলতে কী বোঝ ?
উত্তর:
সম্রাট প্রজাকে রাজস্ব উল্লেখ করে জমির স্বত্ব সম্বলিত যে দলিল প্রদান করতেন তা–ই ‘পাট্টা’। এই ব্যবস্থা শেরশাহ্ প্রবর্তন করেন।
Comments
Post a Comment