নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ভারতে সুলতানি ও মোগল যুগের ইতিবৃত্ত
প্রশ্ন:১
‘কবুলিয়ত’ বলতে কী বোঝ ?
উত্তর:
প্রজারা রাজস্ব প্রদানের শর্ত স্বীকার করে (কবুল করে) সম্রাটকে যে দলিল দিত তা–ই ‘কবুলিয়ত’। শেরশাহ্ এই ব্যবস্থা প্রবর্তন করেন।
প্রশ্ন:২
‘দীন-ই-ইলাহী’ কে প্রবর্তন করেন ? এর মূল কথা কী ?
উত্তর:
সম্রাট আকবর ‘দীন-ই-ইলাহী’ প্রবর্তন করেন। এর মূল কথা হল সর্বধর্মসমন্বয়। সমস্ত ধর্মের সারবস্তু নিয়ে এই ধর্ম গঠিত ছিল।
প্রশ্ন:৩
কোন্ যুদ্ধে জয়লাভ করে আকবর দিল্লি অধিকার করেন ? এই যুদ্ধে কে পরাজিত হন ?
উত্তর:
পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে আকবর দিল্লি অধিকার করেন। এই যুদ্ধে হিমু পরাজিত হন।
প্রশ্ন:৪
জাহাঙ্গিরের পর কে মোগল সম্রাট হন ? তাজমহল কে নির্মাণ করেন ?
উত্তর:
জাহাঙ্গিরের পর মোগল সম্রাট হন শাহজাহান। সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন।
প্রশ্ন:৫
কোন্ কোন্ যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন ?
উত্তর:
হুমায়ুন শেরশাহের কাছে দুটি যুদ্ধে পরাজিত হয়েছিলেন। ১৫৩৯ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে এবং ১৫৪০ খ্রিস্টাব্দে কনৌজ বা বিল্বগ্রামের যুদ্ধে।
প্রশ্ন:৬
নূরজাহান ইতিহাসে বিখ্যাত কেন ?
উত্তর:
নূরজাহান ছিলেন জাহাঙ্গিরের পত্নী। তিনি ছিলেন রূপবতী, বুদ্ধিমতী এবং উচ্চাভিলাষিণী। তিনি জাহাঙ্গিরের রাজত্বকালে সমস্ত রাজনৈতিক ক্ষমতা করায়ত্ত করে ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে ‘নূরজাহান চক্র’ গড়ে তুলেছিলেন।
প্রশ্ন:৭
মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:
মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা হলেন শিবাজী।
প্রশ্ন:৮
শেরশাহের পূর্বনাম কী ছিল ? তিনি কীভাবে ‘শের খাঁ’ উপাধি লাভ করেন ?
উত্তর:
শেরশাহের পূর্বনাম ফরিদ খাঁ। তিনি বিহারের শাসক বহর খাঁ লোহানির অধীনে চাকরি করার সময় একটি বাঘ হত্যা করে শের খাঁ উপাধি লাভ করেন।
প্রশ্ন:৯
হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:
হলদিঘাটের যুদ্ধ ১৫৭৬ খ্রিস্টাব্দে আকবর ও মেবারের রানা প্রতাপসিংহের মধ্যে হয়েছিল। যুদ্ধে আকবরের পক্ষে সেনাপতি ছিলেন মানসিংহ।
প্রশ্ন:১০
‘পাট্টা’ বলতে কী বোঝ ?
উত্তর:
সম্রাট প্রজাকে রাজস্ব উল্লেখ করে জমির স্বত্ব সম্বলিত যে দলিল প্রদান করতেন তা–ই ‘পাট্টা’। এই ব্যবস্থা শেরশাহ্ প্রবর্তন করেন।
Comments
Post a Comment