মেহেরগড় সভ্যতার অবস্থান ও কালসীমা (Location and Chronology of the Mehrgarh Civilization)
ভারতে সুলতানি ও মোগল যুগের ইতিবৃত্ত
প্রশ্ন:১
ভারতের সুলতানি সাম্রাজ্যের পতনের দুটি কারণ উল্লেখ করো।
উত্তর:
ভারতে সুলতানি সাম্রাজ্যের পতনের দুটি কারণ হল–
(i) অভিজাতশ্রেণি বিলাসব্যসনে নিমগ্ন হলে যে প্রশাসনিক বিশৃঙ্খলার সৃষ্টি হয় তা সাম্রাজ্যের পতনের পথ প্রশস্ত করে।
(ii) বাবরের ভারত আক্রমণে ইব্রাহিম লোদির পরাজয় সুলতানি সাম্রাজ্যের পতন সম্পূর্ণ করে।
প্রশ্ন:২
কনৌজ বা বিল্বগ্রামের যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:
কনৌজ বা বিল্বগ্রামের যুদ্ধ ১৫৪০ খ্রিস্টাব্দে হয়েছিল। এই যুদ্ধ হুমায়ুন ও শের খাঁর মধ্যে হয়।
প্রশ্ন:৩
তৈমুর লঙ কে ছিলেন ? তিনি কখন ভারত আক্রমণ করেন ?
উত্তর:
তৈমুর লঙ ছিলেন সমরখন্দের অধিপতি। তিনি ১৩৯৮ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন।
প্রশ্ন:৪
ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কী ? তাঁর প্রতিষ্ঠিত সাম্রাজ্যের নাম ‘মোগল সাম্রাজ্য’ হল কেন ?
উত্তর:
ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন বাবর। বাবর ছিলেন বিখ্যাত মোঙ্গল বীর চেঙ্গিজ খাঁর বংশধর। ‘মোঙ্গল’ শব্দ থেকে ‘মোগল’ কথাটির উৎপত্তি। তাই বাবর প্রতিষ্ঠিত সাম্রাজ্যকে ‘মোগল সাম্রাজ্য’ বলা হয়।
প্রশ্ন:৫
সৈয়দ বংশের প্রথম সুলতান কে ?
উত্তর:
সৈয়দ বংশের প্রথম সুলতান মোবারক শাহ্। খিজির খাঁ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলেও তিনি নিজেকে সুলতান বলে ঘোষণা করেননি। তিনি তৈমুরের প্রতিনিধিরূপে শাসন পরিচালনা করতেন।
প্রশ্ন:৬
চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:
চৌসার যুদ্ধ ১৫৩৯ খ্রিস্টাব্দে হয়েছিল। হুমায়ুন ও শের খাঁর মধ্যে এই যুদ্ধ হয়।
প্রশ্ন:৭
১৭৩৯ খ্রিস্টাব্দে কে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন ?
উত্তর:
১৭৩৯ খ্রিস্টাব্দে নাদির শাহ্ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন।
প্রশ্ন:৮
কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ?
উত্তর:
১৫২৯ খ্রিস্টাব্দে ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল। বাবর ও মামুদ লোদির নেতৃত্বে আফগানদের মিলিত বাহিনীর মধ্যে এই যুদ্ধ হয়।
প্রশ্ন:৯
পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কী ছিল ?
উত্তর:
পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ হল—
(i) এই যুদ্ধে বাবর কামান ব্যবহার করেছিলেন;
(ii) বাবরের সৈন্য ছিল দক্ষ ও সুশৃঙ্খল।
প্রশ্ন:১০
তৈমুর লঙ–এর ভারত আক্রমণের ফল কী হয়েছিল ?
উত্তর:
তৈমুর লঙ–এর ভারত আক্রমণের ফলে—
(i) দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়েছিল।
(ii) বহু সম্পদ নির্গমনের ফলে আর্থিক দুর্বলতা প্রকট হয়েছিল।
(iii) বাবরের ভারত আক্রমণের পথ প্রশস্ত হয়েছিল।
Comments
Post a Comment