নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
গুপ্তোত্তর যুগে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা
প্রশ্ন:১
চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:
চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়।
প্রশ্ন:২
কোন্ চোল রাজা বাংলা দেশ আক্রমণ করেন ? সেই সময়ে বাংলা দেশের শাসক কে ছিলেন ?
উত্তর:
চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেছিলেন। সেই সময়ে বাংলার শাসকদের মধ্যে ছিলেন—পূর্ববঙ্গের গোবিন্দ চন্দ্র এবং বঙ্গের প্রথম মহীপাল।
প্রশ্ন:৩
কোন্ চালুক্যরাজ হর্ষবর্ধনকে পরাস্ত করেন ? তাঁর রাজধানী কোথায় ছিল ?
উত্তর:
চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাস্ত করেন। বাদামি (বাতাপি) ছিল দ্বিতীয় পুলকেশীর রাজধানী।
প্রশ্ন:৪
‘আইহোল প্রশস্তি’ কে রচনা করেন ? এই লিপি থেকে কোন্ রাজার কীর্তিকাহিনি জানা যায় ?
উত্তর:
জৈনকবি রবিকীর্তি ‘আইহোল প্রশস্তি’ রচনা করেন। এই লিপি থেকে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কীর্তিকাহিনি জানা যায়।
প্রশ্ন:৫
পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? এই বংশের শেষ রাজার নাম কী ?
উত্তর:
পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিবস্কন্দ বর্মন। এই বংশের শেষ রাজার নাম অপরাজিত বর্মন।
প্রশ্ন:৬
চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
উত্তর:
চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম প্রথম রাজেন্দ্র চোল।
প্রশ্ন:৭
রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজার নাম কী ?
উত্তর:
রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্ডিদুর্গ। এই বংশের শ্রেষ্ঠ রাজার নাম তৃতীয় গোবিন্দ।
প্রশ্ন:৮
চোল বংশের উল্লেখযোগ্য দুজন রাজার নাম লেখো।
উত্তর:
চোল বংশের উল্লেখযোগ্য দুজন রাজা হলে—(i) প্রথম রাজরাজ ও (ii) প্রথম রাজেন্দ্র চোল।
তাঁরা শক্তিশালী নৌবাহিনীর সাহায্যে দক্ষিণ–পূর্ব এশিয়া ও অনেক দ্বীপপুঞ্জ জয় করেছিলেন।
প্রশ্ন:৯
কোন্ চোল রাজা ‘গঙ্গাইকোণ্ড’ উপাধি গ্রহণ করেন ? চোল বংশের শেষ শক্তিশালী রাজার নাম কী ?
উত্তর:
চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল ‘গঙ্গাইকোণ্ড’ উপাধি গ্রহণ করেন। চোল বংশের শেষ শক্তিশালী রাজার নাম কুলোত্তুঙ্গ।
প্রশ্ন:১০
পল্লব বংশের শ্রেষ্ঠ রাজার নাম কী ? এই বংশের বিখ্যাত শিল্প নিদর্শন কী ?
উত্তর:
পল্লব বংশের শ্রেষ্ঠ রাজার নাম প্রথম নরসিংহ বর্মন। পল্লব আমলের বিখ্যাত শিল্প নিদর্শন হল মহাবলীপুরমের রথমন্দির।
Comments
Post a Comment