নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
✶✶✶প্রশ্ন ১
গেস্টাপো বাহিনীর প্রধান কাজ কি ছিল ?
উত্তর।
নাত্সি দলের সমালোচকদের গোপনে হত্যা করা।
✶✶✶প্রশ্ন ২
হিটলারের প্রচার সচিব কে ছিলেন ?
উত্তর।
ড. গোয়েবলস।
✶✶✶প্রশ্ন ৩
কোন যুদ্ধে জার্মানি সোভিয়েত ইউনিয়ন এর কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় ?
উত্তর।
স্টালিনগ্রাদের যুদ্ধে।
✶✶✶প্রশ্ন ৪
রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর।
১৯৩৯ খ্রিস্টাব্দের ২৩ আগস্ট ।
✶✶✶প্রশ্ন ৫
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল ?
উত্তর।
জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ।
✶✶✶প্রশ্ন ৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কবে হয় ?
উত্তর।
১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর।
✶✶✶প্রশ্ন ৭
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান কবে ঘটে ?
উত্তর।
১৯৪৫ খ্রিস্টাব্দের ২ সেপ্টেম্বর।
✶✶✶প্রশ্ন ৮
পার্ল-হারবার কোথায় অবস্থিত ?
উত্তর।
হওয়াই দ্বীপপুঞ্জে।
✶✶✶প্রশ্ন ৯
দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক কে ছিলেন ?
উত্তর।
স্যার সৈয়দ আহমেদ খান।
✶✶✶প্রশ্ন ১০
মুসলিম দের জন্য স্বতন্ত্র রাষ্ট্রের দাবি কে প্রথম উত্থাপন করেন ?
উত্তর।
মোহম্মদ ইকবাল।
✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶
পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶
পরবর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
গেস্টাপো বাহিনীর প্রধান কাজ কি ছিল ?
উত্তর।
নাত্সি দলের সমালোচকদের গোপনে হত্যা করা।
✶✶✶প্রশ্ন ২
হিটলারের প্রচার সচিব কে ছিলেন ?
উত্তর।
ড. গোয়েবলস।
✶✶✶প্রশ্ন ৩
কোন যুদ্ধে জার্মানি সোভিয়েত ইউনিয়ন এর কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় ?
উত্তর।
স্টালিনগ্রাদের যুদ্ধে।
✶✶✶প্রশ্ন ৪
রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর।
১৯৩৯ খ্রিস্টাব্দের ২৩ আগস্ট ।
✶✶✶প্রশ্ন ৫
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল ?
উত্তর।
জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণ।
✶✶✶প্রশ্ন ৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কবে হয় ?
উত্তর।
১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর।
✶✶✶প্রশ্ন ৭
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান কবে ঘটে ?
উত্তর।
১৯৪৫ খ্রিস্টাব্দের ২ সেপ্টেম্বর।
✶✶✶প্রশ্ন ৮
পার্ল-হারবার কোথায় অবস্থিত ?
উত্তর।
হওয়াই দ্বীপপুঞ্জে।
✶✶✶প্রশ্ন ৯
দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক কে ছিলেন ?
উত্তর।
স্যার সৈয়দ আহমেদ খান।
✶✶✶প্রশ্ন ১০
মুসলিম দের জন্য স্বতন্ত্র রাষ্ট্রের দাবি কে প্রথম উত্থাপন করেন ?
উত্তর।
মোহম্মদ ইকবাল।
✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶
পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶
পরবর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶ ✶✶✶
Comments
Post a Comment