দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
জীবনবিজ্ঞানের (রেচন) গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন:১
রেচনকে অপচিতি বিপাক বলে কেন ?
উত্তর:
রেচনের ফলে দেহের শুষ্ক ওজন হ্রাস পায় ও দেহে সঞ্ছিত শক্তি ক্ষয় হয় বলে রেচনকে অপচিতি বিপাক বলে ।
প্রশ্ন:২
কুইনাইন ও তরুক্ষীর কোন্ গাছের রেচন পদার্থ ?
উত্তর:
কুইনাইন সিনকোনা এবং তরুক্ষীর রবার গাছের রেচন পদার্থ ।
প্রশ্ন:৩
ম্যালপিজিয়ান করপাসল কী কী অংশ নিয়ে গঠিত ?
উত্তর:
ম্যালপিজিয়ান করপাসল বােওম্যানস ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত ।
প্রশ্ন:৪
চ্যাপটা কৃমি ও কেঁচোর রেচন - অঙ্গের নাম কী ?
উত্তর:
চ্যাপটা কৃমি—ফ্লেমকোশ ও কেঁচো—নেফ্রিডিয়া ।
প্রশ্ন:৫
চিংড়ির রেচন-অঙ্গের নাম লেখাে ।
উত্তর:
চিংড়ির রেচন-অঙ্গের নাম সবুজ গ্রন্থি বা শুঙ্গগ্রন্থি ।
প্রশ্ন:৬
মানুষের রেচন-অঙ্গের নাম লেখাে ।
উত্তর:
মানুষের রেচন-অঙ্গের নাম বৃক্ক (মেটানেফ্রস) ।
প্রশ্ন:৭
উদ্ভিদের একটি অর্থকরী বর্জ্য পদার্থের উদাহরণ দাও ।
উত্তর:
ট্যানিন, যা চর্মশিল্পে চামড়া ট্যান করার কাজে ব্যবহৃত হয় ।
প্রশ্ন:৮
উদ্ভিদের একটি অর্থকরী উপক্ষারের উদাহরণ দাও ।
উত্তর:
কুইনাইন, যা ম্যালেরিয়া রােগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ।
প্রশ্ন:৯
ব্যাপন প্রক্রিয়ায় কোন্ প্রাণী রেচন সম্পন্ন করে ?
উত্তর:
অ্যামিবা, হাইড্রা ইত্যাদি প্রাণী ব্যাপন প্রক্রিয়ায় রেচন সম্পন্ন করে ।
প্রশ্ন:১০
মানুষের মূত্রে প্রাপ্ত নাইট্রোজেনযুক্ত পদার্থের নাম কী ?
উত্তর:
নাইট্রোজেনযুক্ত পদার্থের নাম ইউরিয়া ।

Comments
Post a Comment