নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জীবনবিজ্ঞানের (রেচন) গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন:১
রেচনকে অপচিতি বিপাক বলে কেন ?
উত্তর:
রেচনের ফলে দেহের শুষ্ক ওজন হ্রাস পায় ও দেহে সঞ্ছিত শক্তি ক্ষয় হয় বলে রেচনকে অপচিতি বিপাক বলে ।
প্রশ্ন:২
কুইনাইন ও তরুক্ষীর কোন্ গাছের রেচন পদার্থ ?
উত্তর:
কুইনাইন সিনকোনা এবং তরুক্ষীর রবার গাছের রেচন পদার্থ ।
প্রশ্ন:৩
ম্যালপিজিয়ান করপাসল কী কী অংশ নিয়ে গঠিত ?
উত্তর:
ম্যালপিজিয়ান করপাসল বােওম্যানস ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত ।
প্রশ্ন:৪
চ্যাপটা কৃমি ও কেঁচোর রেচন - অঙ্গের নাম কী ?
উত্তর:
চ্যাপটা কৃমি—ফ্লেমকোশ ও কেঁচো—নেফ্রিডিয়া ।
প্রশ্ন:৫
চিংড়ির রেচন-অঙ্গের নাম লেখাে ।
উত্তর:
চিংড়ির রেচন-অঙ্গের নাম সবুজ গ্রন্থি বা শুঙ্গগ্রন্থি ।
প্রশ্ন:৬
মানুষের রেচন-অঙ্গের নাম লেখাে ।
উত্তর:
মানুষের রেচন-অঙ্গের নাম বৃক্ক (মেটানেফ্রস) ।
প্রশ্ন:৭
উদ্ভিদের একটি অর্থকরী বর্জ্য পদার্থের উদাহরণ দাও ।
উত্তর:
ট্যানিন, যা চর্মশিল্পে চামড়া ট্যান করার কাজে ব্যবহৃত হয় ।
প্রশ্ন:৮
উদ্ভিদের একটি অর্থকরী উপক্ষারের উদাহরণ দাও ।
উত্তর:
কুইনাইন, যা ম্যালেরিয়া রােগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ।
প্রশ্ন:৯
ব্যাপন প্রক্রিয়ায় কোন্ প্রাণী রেচন সম্পন্ন করে ?
উত্তর:
অ্যামিবা, হাইড্রা ইত্যাদি প্রাণী ব্যাপন প্রক্রিয়ায় রেচন সম্পন্ন করে ।
প্রশ্ন:১০
মানুষের মূত্রে প্রাপ্ত নাইট্রোজেনযুক্ত পদার্থের নাম কী ?
উত্তর:
নাইট্রোজেনযুক্ত পদার্থের নাম ইউরিয়া ।
Comments
Post a Comment