রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত উক্তি ১. "সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম।" ২. "আপনার জীবন পাতার ডগায় শিশিরের মতো সময়ের প্রান্তে হালকাভাবে নাচতে দিন।" ৩. "আমরা পৃথিবীতে বাস করি যখন আমরা এটি ভালবাসি।" ৪. "মেঘ আমার জীবনে ভেসে আসে, আর বৃষ্টি বা ঝড় বয়ে আনতে নয়, আমার সূর্যাস্তের আকাশে রঙ যোগ করতে।" ৫. "যা তুমি দিতে পারো না, তা চাইতে এসো না।" ৬. "জীবনকে গভীর থেকে উপলব্ধি করো, তার সৌন্দর্য ও রহস্য উন্মোচন হবে।"
জীবনবিজ্ঞানের (রেচন) গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন:১
রেচনকে অপচিতি বিপাক বলে কেন ?
উত্তর:
রেচনের ফলে দেহের শুষ্ক ওজন হ্রাস পায় ও দেহে সঞ্ছিত শক্তি ক্ষয় হয় বলে রেচনকে অপচিতি বিপাক বলে ।
প্রশ্ন:২
কুইনাইন ও তরুক্ষীর কোন্ গাছের রেচন পদার্থ ?
উত্তর:
কুইনাইন সিনকোনা এবং তরুক্ষীর রবার গাছের রেচন পদার্থ ।
প্রশ্ন:৩
ম্যালপিজিয়ান করপাসল কী কী অংশ নিয়ে গঠিত ?
উত্তর:
ম্যালপিজিয়ান করপাসল বােওম্যানস ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত ।
প্রশ্ন:৪
চ্যাপটা কৃমি ও কেঁচোর রেচন - অঙ্গের নাম কী ?
উত্তর:
চ্যাপটা কৃমি—ফ্লেমকোশ ও কেঁচো—নেফ্রিডিয়া ।
প্রশ্ন:৫
চিংড়ির রেচন-অঙ্গের নাম লেখাে ।
উত্তর:
চিংড়ির রেচন-অঙ্গের নাম সবুজ গ্রন্থি বা শুঙ্গগ্রন্থি ।
প্রশ্ন:৬
মানুষের রেচন-অঙ্গের নাম লেখাে ।
উত্তর:
মানুষের রেচন-অঙ্গের নাম বৃক্ক (মেটানেফ্রস) ।
প্রশ্ন:৭
উদ্ভিদের একটি অর্থকরী বর্জ্য পদার্থের উদাহরণ দাও ।
উত্তর:
ট্যানিন, যা চর্মশিল্পে চামড়া ট্যান করার কাজে ব্যবহৃত হয় ।
প্রশ্ন:৮
উদ্ভিদের একটি অর্থকরী উপক্ষারের উদাহরণ দাও ।
উত্তর:
কুইনাইন, যা ম্যালেরিয়া রােগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ।
প্রশ্ন:৯
ব্যাপন প্রক্রিয়ায় কোন্ প্রাণী রেচন সম্পন্ন করে ?
উত্তর:
অ্যামিবা, হাইড্রা ইত্যাদি প্রাণী ব্যাপন প্রক্রিয়ায় রেচন সম্পন্ন করে ।
প্রশ্ন:১০
মানুষের মূত্রে প্রাপ্ত নাইট্রোজেনযুক্ত পদার্থের নাম কী ?
উত্তর:
নাইট্রোজেনযুক্ত পদার্থের নাম ইউরিয়া ।

Comments
Post a Comment